ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারত-ইংল্যান্ড

টক্কর যখন হার্ড হিটিংয়ে 

টক্কর যখন হার্ড হিটিংয়ে 

ফাইনালের লড়াইয়ে রাতে নামছে ভারত ও ইংল্যান্ড। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৪:০২

বার্বাডোজের কেনসিংটন ওভালের ছাদে কিছুদিন আগেই সোলার প্যানেল বসানো হয়েছে। তার দুটি কিনা ভেঙে ফেলেছেন যশ বাটলার! যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচের দিন তাঁর সাত ছক্কার দুটি গিয়ে পড়ে স্টেডিয়ামের ছাদে। বাটলারের মতো বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন রোহিত শর্মাও। অস্ট্রেলিয়ার সঙ্গেই সেদিন আট আটটি ছক্কা মেরেছেন তিনি।

এই দু’জন যখন শেষবার মুখোমুখি হয়েছিলেন, তখন অবশ্য কেউই ছক্কা মারতে পারেননি, আইপিএলের সেই ম্যাচে মুম্বাইয়ের হয়ে রোহিত করেছিলেন ৬ আর বাটলার রাজস্থানের হয়ে খেলেছিলেন ৩৫ রানের ইনিংস। তবে দুই অধিনায়কের এই ছক্কার নেশায় বুঁদ হতে পারে আজকের সেমিফাইনাল।

মজার ব্যাপার হলো, এবারের আসরে রোহিত এবং বাটলার দু’জনের মোট রান ১৯১। ভারত অধিনায়ক এই রান করেছেন ১৫৯.১৬ স্ট্রাইকরেটে, বাটলারের রেটও ঠিক তাই। তবে এখানে রোহিত একটি ম্যাচ কম খেলেছেন।
আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় রোহিত, বাটলারের পরেই রয়েছেন ফিল সল্ট। ১৬৬.৩৬ স্ট্রাইকরেটে তিনি বিশ্বকাপে ব্যাটিং করে যাচ্ছেন। ১০টি ছক্কা তাঁর ঝুলিতে।

ভারতের ওয়ান ডাউন ব্যাটসম্যান ঋষভ পন্ত ব্যাট চালিয়ে যাচ্ছেন ১৩২.৫৩ স্ট্রাইকরেটে। বেশ কিছু ম্যাচে তিনি দলের হাল ধরেছেন এবার। ইনিংসের মাঝে এসে ভারতীয় ইনিংসের মধ্যগগনের তেজ ছোটাচ্ছেন সূর্যকুমার। ব্যাট চালানোর স্ট্রাইকরেট তাঁর ১৩৯.২৫। এরই মধ্যে আট ছক্কা তাঁর নামের পাশে। ইংল্যান্ডের হ্যারি ব্রুক ছুটছেন ১৬৪.৩৮ স্ট্রাইকরেট নিয়ে। যদিও মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর। তবে ১২০ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে দলের প্রয়োজন।

হার্দিক পান্ডিয়ার আইপিএল যেমনই হোক না কেন, বিশ্বকাপে এসে কিন্তু ১৪৫ স্ট্রাইকরেটে রান করেছেন। তবে ওই কোহলির মতো ইংল্যান্ডেরও কিছুটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন জনি বেয়ারস্টো। বড় ম্যাচের এই পারফর্মার প্রত্যাশিত রান পাচ্ছেন না। এবারের আসরে পাঁচ ইনিংসে ১১০ রান করেছেন। দল তাঁর কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করে। তবে স্ট্রাইকরেটে কিন্তু জনি তাঁর মতোই রয়েছেন, ১৩৯.২৪। তাদের এসব স্ট্রাইকরেটেই পরিষ্কার, চার-ছক্কার ঝড় উঠতে যাচ্ছে আজ গায়নাতে।

আরও পড়ুন

×