ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কোচ-ম্যানেজারের রিপোর্ট পেশ হবে না

কোচ-ম্যানেজারের রিপোর্ট পেশ হবে না

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১০:১৯ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১৬:২৪

টি২০ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে আপনারা তো খুশি। কারণ বিসিবি থেকে বলা হচ্ছে– বাংলাদেশ দলের লক্ষ্য ছিল সুপার এইটে খেলা। তিন ম্যাচ জেতায় সে লক্ষ্য পূরণ হওয়ায় তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখা যাচ্ছে। আর কিছু বলার সুযোগ না দিয়ে আকরাম খান পাল্টা প্রশ্ন করেন– তুমি খুশি? উত্তর জেনে নিয়ে আকরামও বলেন, ‘আমিও না।’ 

বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে পুরো দেশ যেখানে সমালোচনায় মুখর, সেখানে দু-একজন পরিচালক খুশি খুশি ভাব নিয়ে দলের জয়কে বড় করে দেখছেন। প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় তৃপ্তির ঢেঁকুরও তুলছেন তারা। এ থেকে সন্দেহ করা হচ্ছে, বিসিবি পরিচালনা পর্ষদের আজকের সভায় টি২০ বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের ব্যবচ্ছেদ হওয়ার সম্ভাবনা কম। বরং আগের চেয়ে একটি ম্যাচ বেশি জেতায় বাহবা নেওয়ার চেষ্টা হতে পারে বলে মনে করেন কেউ কেউ।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, সুপার এইটে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন তারা। প্রাথমিক লক্ষ্য অর্জন হওয়ায় সুপার এইটে জয় পেলে সেটাকে বোনাস হিসেবে দেখবেন তিনি। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মিডিয়াকে প্রাথমিক লক্ষ্য অর্জনের কথা বলতে শোনা গেছে। বিসিবি কর্মকর্তারা যে বক্তব্য নিয়ে বিব্রত। দেশের ক্রিকেট কর্মকর্তাদের বক্তব্য শুনে যে কারও মনে হতে পারে লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন করা মানা! আফগানিস্তানকে ১২.১৪ ওভারে হারিয়ে বাংলাদেশ দল সেমিফাইনাল খেললে বেশি পাওয়া হয়ে যেত। 

শোনা গিয়েছিল, টি২০ বিশ্বকাপে দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে পরিচালনা পর্ষদের সভায়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার রাবীদ ইমামের কাছে রিপোর্টও চেয়েছেন জালাল ইউনুস। গতকাল জানা গেল, বোর্ড সভায় বিশ্বকাপ নিয়ে কোনো রিপোর্ট পেশ করা হবে না। এ ব্যাপারে জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আলোচনা হতে পারে।’

এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে উন্নীত হয় বাংলাদেশ। এই অর্জনকে বড় করে দেখাতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন গ্রুপ পর্বে বাদ পড়েছে আর বাংলাদেশের সেরা আটে খেলার বিষয়টি গর্বের সঙ্গে বলা হচ্ছে। অথচ বোর্ডের কর্মকর্তারা আফগানিস্তানের উত্থানকে বড় করে দেখতে রাজি নন। আজকের সভায় বিশ্বকাপ পারফরম্যান্সকে ভিন্নভাবে উপস্থাপন করা হতে পারে বলে পরিচালকদের একাংশের অনুমান। তবে দলের ভালো-মন্দ নিয়ে কথা না হলেও কোচের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে পারেন কেউ কেউ। 

বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে হাথুরুসিংহের ‘গেম প্ল্যান’ নিয়ে নিজেদের মতামত দিতে পারেন তারা। জাতীয় দলের জন্য দেশের কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারেও আলোচনা হতে পারে। কারণ ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবি সভাপতিকে দেশি কোচ নিয়োগের অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। যদিও পরিচালকরা এ ব্যাপারে কিছু বলতে পারেননি। আজ এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হলে খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিনকে টি২০ দলের কোচের জন্য প্রস্তাব দেওয়া হতে পারে বলে গুঞ্জন। বোর্ডের প্রস্তাব তারা গ্রহণ করবেন কিনা, তা দেখার বিষয়। কারণ দেশি কোচরা বেতন বৈষম্যের শিকার হন। 

কোচ, অধিনায়কের চেয়েও আজকের সভায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ইস্যু অগ্রাধিকার পাবে। আন্তর্জাতিক টেন্ডারের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। এ ছাড়া ক্রিকেট বর্ষপঞ্জিকা এবং বাজেট অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে।

আরও পড়ুন

×