ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউরো শেষ রোনালদোর, জাতীয় দলেও কি শেষ?

ইউরো শেষ রোনালদোর, জাতীয় দলেও কি শেষ?

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ১৪:৫৮ | আপডেট: ০৬ জুলাই ২০২৪ | ১৫:২৭

ইউরো চলাকালীন সময়েই ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ আসর। এবার ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর সিআর সেভেনের ক্যারিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এখনই ‘বিদায়’ বলছেন অনেকে। অনেকেই বলছেন, শুধু ইউরো নয়, দেশের জার্সিতেও হয়তো শেষ ম্যাচটা খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আসলেই কি তাই?

এ ব্যাপারে ম্যাচ শেষে চাওয়া হলো কোচ রবার্তো মার্টিনেজের কাছেও। তবে তিনি রেখে দিলেন রহস্য। পর্তুগাল কোচ বলেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

শুক্রবার পর্তুগালের হয়ে ২১২তম ম্যাচ খেলেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার ১৩০ গোল আন্তর্জাতিক ফুটবলে এখনও সর্বোচ্চ। দুইয়ে থাকা লিওনেল মেসিও অনেক দূরে! তার গোল ১০৮টি। কিন্তু চলতি ইউরোয় রোনালদো সেই সোনালী দিনগুলির মতো ঝলক দেখাতে পারেননি। শুটআউট ছাড়া কোনও গোলই পাননি। পাঁচ ম্যাচে ১০ শট নিয়েও কোন গোল করতে পারেননি তিনি। পুরো ক্যারিয়ারে এবারই প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।

পর্তুগালের পরবর্তী ম্যাচ উয়েফা নেশন্স লিগে ৬ সেপ্টেম্বর, ক্রোয়েশিয়ার বিপক্ষে। এর আগে জাতীয় দল থেকে অবসর না নিলে এই ম্যাচটি খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন

×