ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি

ইউরোর সেমিতে কে কার মুখোমুখি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১১:২০ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১১:৪৩

কোয়ার্টার ফাইনালের প্রথম দিনের লড়াইয়ে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় দিনে বাকি দুই দলও পাওয়া গেল। শনিবার দিনের প্রথম লড়াইয়ে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালেপা রাখে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড। আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তুর্কিদের মন ভেঙেছে নেদারল্যান্ডস। তাতেই ঠিক হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ। সেমিফাইনালে উঠেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস।

বুধবার স্পেন-ফ্রান্স ম্যাচ দিয়ে গড়াবে সেমির লড়াই। বাংলাদেশ সময় অনুযায়ী ৯ জুলাই রাতে প্রথম সেমিফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স। ১০ জুলাই রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। ১৪ তারিখ রাত ১টায় ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে।

৬ গ্রুপে ভাগ হয়ে ২৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছিল ১৬ দল। গ্রুপসেরা দুটি দলের পাশাপাশি তৃতীয় স্থানে এগিয়ে থাকা চার দল পরের পর্বে স্থান পেয়েছিল।

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

৯ জুলাই: স্পেন-ফ্রান্স, রাত ১টা (আলিয়াঞ্জ অ্যারেনা)

১০ জুলাই: ইংল্যান্ড-নেদারল্যান্ডস, রাত ১টা (সিগন্যাল ইদুনা পার্ক)

আরও পড়ুন

×