ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিষেকের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের 

অভিষেকের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের 

অভিষেক শর্মার সেঞ্চুরি উদযাপন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৮:৫১ | আপডেট: ০৭ জুলাই ২০২৪ | ১৮:৫২

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরেছে ভারত। যদিও বিশ্বকাপ জয়ী দলের কেউ নেই জিম্বাবুয়ে সফরে। তরুণদের নিয়ে গড়া দল দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে। আইপিএলে ঝড় দেখানো অভিষেক শর্মা অভিষেক ম্যাচে ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন। 

তার সঙ্গে জুটি গড়ে বড় রান করেছেন ঋতুরাজ গাইকোয়াড। ঝড় দেখিয়েছেন রিংকু সিং। তাদের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে ভারত। 

টস জিতে ব্যাট করতে নেমে ভারত এদিন ১০ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার শুভমন গিল ২ রান করে ফিরে যান। তবে ওপেনার অভিষেক ও তিনে নামা ঋতুরাজ ১৩৭ রানের জুটি গড়েন। এর মধ্যে সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন অভিষেক। তিনি ৪৭ বলে পুরোপুরি ১০০ রান করেন। তার ব্যাট থেকে সাতটি চার ও আটটি ছক্কা আসে। 

ঋতুরাজ খেলেন ৪৭ বলে ৭৭ রানের হার না মানা ইনিংস। ১১টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এই ব্যাটার। রিংকু সিং ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কার শট আসে। এছাড়া দুটি চার মারেন তিনি।      

আরও পড়ুন

×