মাস্ক ছাড়লেও খোলস ছাড়তে পারেননি এমবাপ্পে

স্পেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১০:০৮ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১১:১১
ইউরোর সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মুখের মাস্ক খুলেই মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮ মিনিটে তার দেওয়া ক্রসে দারুণ হেড করে গোল করেন কোলো মুয়ানি। মনে হয়েছিল, মাস্ক খুলেই বুঝি ফিরলেন চেনা সেই এমবাপ্পে, ফিরল ফ্রান্স।
কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সকে -১ গোলে হারিয়ে স্পেন ফাইনালে উঠে গেছে। এমবাপ্পে শুরুতে ওই গোলে সহায়তা দেওয়া ছাড়া আলো কাড়ার মতো কিছু করতে পারেননি। গোল হওয়ার মতো কোন সুযোগ তৈরি করতে পারেননি তিনি। ভালো কোন শটও নিতে পারেননি গোলে।
এমবাপ্পের মতো পুরো ফ্রান্স দল ছিল বিবর্ণ। স্পেনের থেকে বলের দখল যেমন নিতে পারেনি তারা। তেমনি কাউন্টার অ্যাটাক তোলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। আবার ভালো থ্রু কিংবা ক্রস, কর্ণার থেকে তৈরি করতে পারেনি ভালো সুযোগ। হেডে মুয়ানির গোল ও চুয়ামেনির একটা হেড ছাড়া তেমন কিছু ছিল না ফ্রান্সের খেলায়।
ম্যাচে এক গোলে সহায়তা দেওয়ায় এমবাপ্পেকে দশের মধ্যে ছয় রেটিং দেওয়া হয়েছে। নিজের নাক ফাঁটিয়ে এবারের ইউরো শুরু করেন এমবাপ্পে। নাকের ইনজুরিতে ম্যাচ মিস করেন তিনি। এরপর শুরুর একাদশে ফেরেন মুখে মাস্ক পরে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ ওই মাস্ক পরেই খেলেন ফ্রান্সম্যান। কোচ বলেছিলেন, কপালের ঘাম চোখে আসায় খেলতে অসুবিধা হচ্ছে তার। সেমিতে মাস্ক খুললেও এমবাপ্পে খোলস ছাড়তে পারেননি।
- বিষয় :
- ইউরো-২০২৪
- কিলিয়ান এমবাপ্পে
- ইউরো কাপ