ফুটবলের পর বক্সিং, কী আছে নুনেজের ভাগ্যে?

ম্যাচের পর নুনেজের মারামারি।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৩:১৯
সবাই জয় চায়। তবে দু’দলের লড়াইয়ে কখনোই দু’দল সমানভাবে জিততে পারে না। এটাই ফুটবলের নিয়ম। শুধু ফুটবল কেন, খেলাধুলায় এমনটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। কিন্তু এই জয়ের তীব্র আকাঙ্ক্ষা থেকে অনেক সময় মাঠে মেজাজ হারান খেলোয়াড়রা। এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কথা কাটাকাটি, হট্টগোল এমনকি মারামারি পর্যন্ত গড়ায়। কিন্তু বৃহস্পতিবার কোপা আমেরিকার দ্বিতীয় সেমিতে যে ঘটনা ঘটল, সেটা মোটেও স্বাভাবিক ছিল না।
এদিন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় কলম্বিয়া। কিন্তু ম্যাচের পর গ্যালারির দিকে তেড়ে যান নুনেজসহ উরুগুয়ের বেশ কয়েকজন খেলোয়াড়। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়ও। এর পর কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য করে ঘুসি ছোড়েন তারা। এমনকি খেলোয়াড়দের মারতেও তেড়েফুঁড়ে একটা সমর্থক দল এগিয়ে আসে। তাতে উরুগুয়ের খেলোয়াড় ও কলম্বিয়ার দর্শকদের মধ্যে বেঁধে যায় তুমুল হাতাহাতি।
অবশ্য উত্তাপ থামাতে নিরাপত্তাকর্মীদেরও এগিয়ে আসতে দেখা যায়। তবে সেটা খুব একটা আশানুরূপ ছিল না। যে কারণেই নুনেজদের চড়া হতে হয়। পরে জানা যায়, দর্শকদের সামনের সারিতে বসা ছিলেন নুনেজের বান্ধবী ও তাঁর সন্তান। তাদের টার্গেট করে কিছু মাতাল সমর্থক বাজে মন্তব্য করেন। তাতেই মেজাজ হারান নুনেজসহ উরুগুয়ের ফুটবলাররা।
ম্যাচের পর এ নিয়ে বেশ আলোচনা। নুনেজ যে কাজটা করেছেন, সেটা যে ঠিক করেননি তারও বার্তা দিয়েছে কনমেবল। লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছে, এমন মারামারি কিছুতেই তারা বরদাশত করে না, ‘ফুটবলকে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো সহিংস আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে কনমেবল। ফুটবল ইতিবাচক মূল্যবোধ নিয়ে সবাইকে একসূত্রে গাঁথবে– এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করি। মাঠ ও মাঠের বাইরে কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতার জায়গা নেই। বাকি দিনগুলোতে সবাই যে যার জাতীয় দলকে সমর্থন দিয়ে অবিস্মরণীয় উৎসবের অংশ হবে, আমরা সেই নিমন্ত্রণ জানাচ্ছি।’
কনমেবলের এই বার্তার পর বিভিন্ন মাধ্যমে নুনেজকে নিয়ে নয়া খবর। বড়সড় নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। শেষ পর্যন্ত যদি নিষেধাজ্ঞা পেয়েও যান, তাহলে আবার শাস্তি কমাতে আপিল করতে পারবেন। এর মধ্যে আবার উরুগুয়ের কোচ যেন ধরি মাছ না ছুঁই পানি– এমন পথে হেঁটেছেন। তাদের কোচ বিয়েলসা বলেছেন, তিনি মোটেও ভাবেননি এভাবে দর্শকদের সঙ্গে খেলোয়াড়দের হাতাহাতি হবে।
তাঁর কাছে মনে হয়েছিল সমর্থকদের অভিবাদন জানাতেই নুনেজরা ছুটে যান, ‘মাঠেও একবার কথা কাটাকাটি হয়। আমি এর পর ড্রেসিংরুমে ছিলাম। ভেবেছি তারা ওদিকে যাচ্ছে হয়তো সমর্থকদের ধন্যবাদ দিতে। পরে শুনলাম এমন বাজে একটা কিছু হলো।’
- বিষয় :
- ডারউইন নুনিয়েজ
- কোপা আমেরিকা