ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্পেন-ইংল্যান্ড মহারণ, পরিসংখ্যানে কারা এগিয়ে

স্পেন-ইংল্যান্ড মহারণ, পরিসংখ্যানে কারা এগিয়ে

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১১:২৬

ইউরোর দামামা থামতে যাচ্ছে আজ রাতেই। শেষ হচ্ছে মাসখানেক ধরে চলতে থাকা লড়াইয়ের পরিসমাপ্তি। স্পেন আর ইংল্যান্ডের মাঝে শিরোপা নিষ্পত্তির মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। আর তাতেই বার্লিনে রচিত হবে নতুন ইতিহাস।

ইউরোর শিরোপা জয় স্পেনের কাছে নতুন কিছু নয়। আসরের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দল তারা। ১৯৬৪ সালে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন স্পেন এরপর শিরোপা জেতে টানা দুই আসরে, ২০০৮ ও ২০১২ ইউরোতে। তাই আজ ফের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের বিচারে অপ্রতিরোধ্য স্পেন। তারা ফেবারিট হিসেবেই খেলতে নামবে।

তবে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড টানা দুইবার ইউরো ফাইনাল খেলবে। ২০২০ সালের ফাইনালে ইতালির বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড।

এখনও পর্যন্ত স্পেন-ইংল্যান্ড দুই দেশ ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জিতেছে ১৪টিতে, হেরেছে ১০টিতে, তিনটি ম্যাচ ড্র হয়েছে। ইউরোর পরিসংখ্যানে চারবার মুখোমুখি হয় স্পেন-ইংল্যান্ড। যার মধ্যে চারবারই জেতে ইংল্যান্ড।

কোচ লুইস দে লা ফুয়েন্তের তারকা নির্ভর স্পেন দল ও গ্যারেথ সাউথগেটের প্রতিভাবান ইংল্যান্ড কেউ কারো থেকে কম যায় না। সেমিফাইনাল দুই দলই কঠিন লড়াইয়ের পর ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে হারিয়ে স্পেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ পর্বে তিন জয় এবং নকআউটে ধারাবাহিকভাবে জর্জিয়া, জার্মানি ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

ইংল্যান্ডকে আজ পছন্দের ফরমেশন ৪-৩-৩/৩-৪-২-১ এ নামাতে পারেন গ্যারেথ সাউথগেট। অন্যদিকে ৪-৩-৩ ফরমেশনে স্পেনকে নামাতে পারেন লুইস দে লা ফুয়েন্তে।

আরও পড়ুন

×