ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউরো জিততে ব্যক্তিগত সব ট্রফি ফিরিয়ে দিতে রাজি কেইন

ইউরো জিততে ব্যক্তিগত সব ট্রফি ফিরিয়ে দিতে রাজি কেইন

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৪:৪৭

ইউরো চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। চলতি আসরের শুরু থেকে খুব বেশি ছন্দেও ছিল না দলটি। সময়ের অন্যতম সেরা তারকাদের নিয়ে ইংল্যান্ডের হতশ্রী ফুটবল সমালোচনার মুখে পড়েছে। যদিও সব সমালোচনা ছাপিয়ে এখন ইউরো জিততে মুখিয়ে আছে হ্যারি কেইনের দল। যদিও আসরে নিজের সেরাটা এখনও দিতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।

পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্যের শেষ নেই কেইনের। তবে দলীয় সাফল্যটাই যেন ধরা দিচ্ছে না হ্যারি কেইনের ভাগ্যে। প্রিমিয়ার লিগ, জার্মান লিগ সবখানেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন কেইন। তবে টটেনহাম কিংবা বায়ার্নের হয়ে ট্রফি জিততে পারেননি। কেইনের ভাগ্যে জোটেনি জাতীয় দলের হয়ে ট্রফিও। গত ইউরোর ফাইনালে খুব কাছে গিয়েও ইংল্যান্ডকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এবার ইউরোর ফাইনালে আবারও সুযোগ এসেছে কেইনের সামনে। স্পেনের বিপক্ষে ফাইনালে আগে ইংল্যান্ড অধিনায়ক বলছেন, এবার ট্রফি খরা কাটিয়ে ইংল্যান্ডের হয়ে শিরোপা জিততে চান তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেইন বলেছেন, ‘এটা গোপন কিছু না যে আমি এখন পর্যন্ত দলীয় কোনো ট্রফি জিতিনি। কিন্তু প্রতিনিয়ত আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং এটা বদলানোর জন্য উজ্জীবিত হয়েছি। আগামীকাল রাতে আমার সামনে সুযোগ আছে অন্যতম বড় শিরোপাগুলোর একটি জেতার এবং দেশের হয়ে ইতিহাস গড়ার।’

এমনকি ইউরো জিততে নিজের অর্জিত সকল ট্রফি ফিরিয়ে দিতেও রাজি কেইন। বিষয়টি জানিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ’কোনো প্রশ্নই হবে না এ বিষয়ে। আমি আমার জীবনের সকল অর্জনকে ইউরোর জন্য ফিরিয়ে দিতে রাজি আছি। আমরা অনেক পরিশ্রম করে এখানে এসেছি। আগামীকাল (রোববার) রাতে আমরা কিছু জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।’

আরও পড়ুন

×