ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইংল্যান্ডের হৃদয় ভেঙে ইউরো চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের নতুন প্রজন্মের শুরু মাত্র

স্পেনের নতুন প্রজন্মের শুরু মাত্র

ফাইল ছবি

 স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ০১:০৭

বার্লিনের গ্যালারিতে স্পেনের সোনালি প্রজন্মের তিন মহারথী; ক্যামেরার দৃশ্যে হাসিমাখা আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও ডেভিড ভিয়া। ২০০৮ থেকে ২০১২; চারটি বছর ফুটবল দুনিয়া শাসন করেছিল স্প্যানিশরা। দুটি ইউরো ও একটি বিশ্বকাপ। জাদুর মতো টিকিটাকা ফুটবল। এর সব কিছুতেই ছিলেন ইনিয়েস্তা, জাভি ও ভিয়ার মতো তারকারা। কত কী-ই না লেখা হয়েছে লা ফুরিয়া রোজাদের নিয়ে! দুর্দান্তভাবে উত্থানের পর স্পেনের মতো এত কম সময়ে আর কোনো দেশের সাম্রাজ্যের পতন দেখেনি ফুটবলবিশ্ব। এক যুগ পর এই সোনালি প্রজন্মের সামনেই নতুন গল্প লিখেছেন নিকো উইলিয়ামস-লামিনে ইয়ামালরা। রোববার ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানো স্প্যানিশরা ফিরে পেয়েছে হারানো সাম্রাজ্য। বড় কোনো তারকা নেই; তবে পেদ্রি, সিমোন, কুকুরেলা, কারভাহালদের হাত ধরে স্পেনের নতুন প্রজন্মের সূত্রপাত দেখেছে বিশ্ব ফুটবল। ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া মোরাতারা মাদ্রিদে ফিরেছেন গতকাল। 

গত কয়েক বছর ধরেই এই স্পেনকে নিয়ে স্বপ্ন দেখার মতো কিছুই ছিল না। লুইস এনরিকের মতো কোচকে নিয়োগ দিয়েও সাফল্য আসেনি। ২০২২ সালে লুইস দে লা ফুয়েন্তার কাঁধে দায়িত্ব দেওয়ার পর আরও বিপর্যস্ত। সমালোচনাকে তোয়াক্কা না করে টিকিটাকার ফুটবলকে বিদায় জানিয়ে ফুয়েন্তা দলের মধ্যে ঢুকিয়ে দেন গতিময় ফুটবল। দুর্দান্ত ধারাবাহিকতা দেখানো স্পেন হারিয়েছে ক্রোয়েশিয়া, ইতালি, জার্মানি এবং ফাইনালে ইংল্যান্ডকে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ গোল করেছে তারা। ১৭ বছরের ইয়ামালের চারটি অ্যাসিস্ট, তিন গোল করে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার ওলমো, ফাইনালের নায়ক নিকো উইলিয়ামস, সেরা ফুটবলার পেদ্রির মতো তারকার আবির্ভাবে এই স্পেনের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন কোচ ফুয়েন্তা, ‘ইতিহাস গড়া এই প্রজন্মের প্রত্যেকেই সমানভাবে গর্বিত বোধ করবে। তাদের সামনে অনেক লম্বা ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষায়।’

আরও পড়ুন

×