ডি মারিয়াকে ফেরানোর চেষ্টা চলবে

বুুয়েন্স এইরেসে শিরোপা হাতে ডি মারিয়া। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ১২:৩৮ | আপডেট: ১৭ জুলাই ২০২৪ | ১২:৩৮
এমন তো কতই হয়, অবসরের পর অনুরোধে ফিরে আসেন কেউ কেউ। ২০১৬ কোপা হেরে মেসিই তো অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে সমর্থকদের প্রবল আহ্বানে ফিরেও এসেছিলেন। এমনটা কি হতে পারে না ডি মারিয়ার সঙ্গে?
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এমনই অনুরোধ করেছিলেন ডি মারিয়াকে। কলম্বিয়ার বিপক্ষে কোপা ফাইনাল জয়ের পর লকার রুমে কাছে পেয়ে মারিয়াকে স্কালোনি বলেছিলেন, ‘হবে নাকি আরেকটা? সমর্থকদের জন্য, তাদের কুর্নিশ নেওয়ার জন্য।’
উত্তরে কী বলেছিলেন, তা নিজেই জানিয়েছেন ডি মারিয়া। ‘আমি তাঁকে বললাম– দেখ, আমি মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি, এখানে দ্বিতীয়বারের মতো কোপা জিতলাম। আমি মনে করি, এখানেই শেষ করার সেরা সময়। আমি তাঁকে বলেছি– আমি ফিরে আসতে চাই, কিন্তু খেলার জন্য নয়। অবসর নেওয়ার এটাই সেরা দিন এবং আমার লক্ষ্য এখানেই শেষ।’
কিন্তু ডি মারিয়া শেষ বললেও তাঁর সতীর্থদের মধ্যে এখনও আশা রয়েছে ফিরিয়ে আনার। যেমন নিকোলাস তাগলিয়াফিকো বলেছেন, ‘এখন তাঁকে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝাতে হবে। আমরা যদি এভাবে একের পর এক ট্রফি জিততে থাকি, তাহলে তাঁকে অনুরোধ করা যায় আর এক বছর অন্তত আমাদের সঙ্গে থেকে খেলাটা চালিয়ে যাওয়ার। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বেশ কিছু ম্যাচ রয়েছে। যদি সে পর্যন্ত ডি মারিয়াকে রাজি করানো যায়, তাহলে বিশ্বকাপের বাকি থাকবে আর এক বছর। সে পর্যন্ত না হয় তাঁকে আরেকটু চাপ দিয়ে খেলাটা চালিয়ে যাওয়ার অনুরোধ করা যেতে পারে।’
তাগলিয়াফিকোর কথায় একটি ব্যাপার বেশ স্পষ্ট, ডি মারিয়াকে অনুরোধ করা হবে অবসর ভাঙার। এ বছর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। যেখানে তারা মুখোমুখি হবে চিলি, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকায় হয়তো এই ম্যাচগুলোতে অনেককেই বিশ্রাম দেবেন স্কালোনি। আগামী বছরের মার্চ, জুন ও সেপ্টেম্বরে দুটি করে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তাগলিয়াফিকোর ইঙ্গিত ওই ম্যাচগুলোতে ডি মারিয়াকে অনুরোধ করা যেতে পারে।
- বিষয় :
- কোপা আমেরিকা
- ডি মারিয়া