ফিফা র্যাংকিং
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি ও বাংলাদেশের উন্নতি

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৭:৫৩ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৮:১২
সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসিরা। আর ওই জয়ের ফলেই ফিফার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখল আকাশী-সাদা জার্সিধারীরা। আর ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে স্পেন। কোপা আমেরিকায় ব্যর্থতার কারণে ফিফার র্যাংকিংয়ে পিছিয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়ররা এক ধাপ নিচে নেমে পাঁচ নম্বরে পৌঁছেছে।
গত এক মাস কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দলের বর্তমান অবস্থান ১৮৪। আজ নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
কোপা আমেরিকার রেকর্ড ১৬তম চ্যাম্পিয়ন হওয়ায় লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৮৮৭.০৮। ১৮৪৭.৪২ পয়েন্ট নিয়ে ইউরোর সেমি থেকেই বাদ পড়া ফ্রান্স। ১৮২০.৩৯ পয়েন্ট নিয়ে আছে স্পেন। ইউরোর রানার্সআপ ইংল্যান্ড এক ধাপ এগিয়ে উঠে এসেছে চারে। ব্রাজিল নেমে গেছে পাঁচে।
এদিকে হামেস রদ্রিগেজের দল দুই বছর পর শীর্ষ দশে উঠে এসেছে। তিন ধাপ এগিয়ে ১৭২৬.৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া। শীর্ষ দশের বাকি চার দল বেলজিয়াম (৬), নেদারল্যান্ডস (৭), পর্তুগাল (৮) ও ইতালি (১০)। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হয়েছে রোনালদোর পর্তুগালের।
- বিষয় :
- আর্জেন্টিনা
- ব্রাজিল
- ফিফা র্যাঙ্কিং
- ফিফা