প্যারিস অলিম্পিকের প্রথম ডোপপাপী ইরাকের জুডোকা

সাজ্জাদ সেহেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ০৯:৫৮ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১০:৪৩
শুক্রবার প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানের দিকে মনোযোগ ছিল সবার। তার এক ঘণ্টা আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে ইরাকের অলিম্পিক দলকে। ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন দলটির জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন। এবারের অলিম্পিকে প্রথম ডোপপাপী হলেন তিনি।
সাজ্জাদের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার সংবাদটি জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। অথচ মঙ্গলবার দেশের হয়ে নামার কথা ছিল এ জুডোকারের। শেষ বত্রিশে ৮০ কেজি ওজন শ্রেণিতে উজবেকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সূচি ছিল তাঁর। আপাতত তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক মামলা চলবে।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাজ্জাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও গেমস-সংক্রান্ত অন্য কোনো কার্যকলাপে অংশ নিতে পারবেন না ২৮ বছর বয়সী ইরাকের এ জুডোকা। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় ৬ হাজার ২০০ জনের মধ্যে ছয় অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছিল।