পিএসজি-বার্সার কাড়াকাড়ি, কী চান নিকো

ছবি: নিকো উইলিয়ামস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৯:৫৯
লিগ ৫ এবং সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৭ ম্যাচে ৮ গোল করেন নিকো উইলিয়ামস। তার আগের মৌসুমে ৪৩ ম্যাচে করেন ৯ গোল। তারপরও ২২ বছরের এই তরুণ স্ট্রাইকারকে নিয়ে বড় বড় ক্লাব কাড়াকাড়ি শুরু করেছে।
খুব বেশি গোল না পেলেও গতি, ড্রিবলিং ও টেকনিক দিয়ে মন কেড়েছেন নিকো। ইউরোয় স্পেনকে শিরোপা জিততে বড় ভূমিকাও রেখেছেন। যে কারণে বেড়েছে তার কদর। ইউরো চলাকালীন বার্সেলোনা তাকে দলে নেওয়ার আলাপ শুরু করেছিল।
গত মৌসুম চলাকালীন চেলসি নজর রাখছিল তরুণ এই স্ট্রাইকারের দিকে। এরপর লড়াইয়ে যোগ দিয়েছে পিএসজি। নিকোর বর্তমান ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের জন্য তাই দর হাঁকিয়ে দাম নেওয়ার সুযোগ।
কিন্তু অ্যাথলেটিকো তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে। ওই চুক্তিতে সই করার কোন আগ্রহ নিকো উইলিয়ামসের নেই। ওদিকে বার্সার আর্থিক দৈনতার সুযোগ নিয়ে ইউরো ও পাউন্ডের ঝুড়ি নিয়ে বসে আছে পিএসজি ও চেলসি।
কিন্তু নিকো উইলিয়ামস চান স্পেনে থেকে যেতে। যার অর্থ হয় তিনি বার্সেলোনায় যোগ দেবেন নয়তো থেকে যাবেন অ্যাথলেটিকো বিলবাওয়ে। নিকোর এই মনোভাবের অর্থ পরিষ্কার। তিনি মূলত বার্সায় যেতে চান। যে কারণে চেলসি ও পিএসজি’কে প্রকারান্তে ‘না’ বলে দিচ্ছেন।
নিকোকে কিনতে ৫৮ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বার্সার। যা তার রিলিজ ক্লজ। ওই অর্থের চেয়ে বেশি দিতে চায় পিএসজি। কিন্তু রিলিজ ক্লজের অর্থ যদি বার্সা দিতে চায় এবং খেলোয়াড়ের পর্যায় থেকে সাড়া থাকলে ক্যাম্প ন্যুতে যেতে তার বেগ পেতে হবে না। নতুন ক্লাবে গিয়ে খেলতে পারবেন জাতীয় দলের সতীর্থ লামিন ইয়ামালে, পাও কুবার্সি, পেদ্রি, গাভি এমনকি দানি অলমোর সঙ্গে।
- বিষয় :
- ফুটবল দলবদল
- নিকো উইলিয়ামস