রকিকে সৌদিতে বিক্রির আলোচনা

বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিটর রকি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৮:০০
ভিটর রকিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। বার্সেলোনাও সম্ভাব্য দলবদলের বিষয়ে খোঁজ খবর রাখছে।
ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, রকিকে কিনতে ৪০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত আল হিলাল। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ এই স্ট্রাইকার সৌদি যেতে রাজি নন।
সৌদি ক্লাব ছাড়াও ইউরোপের বেশ কিছু ক্লাব রকিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে জুভেন্টাস, বেনফিকা অন্যতম। তবে তাকে ধারে নিতে আগ্রহ বেশি ক্লাবগুলোর। বার্সা খুঁজছে স্থায়ী সমাধান।
চলতি দলবদলের মৌসুমে বার্সেলোনা অ্যাথলেটিকো বিলবাও থেকে স্প্যানিশ তরুণ স্ট্রাইকার নিকো উইলিয়ামসকে দলে নিতে চায়। এছাড়া মিডফিল্ডার দানি অলমোয় চোখ ক্লাবটির।
ওদিকে আর্থিক সংকটেও আছে বার্সেলোনা। যে কারণে রকিকে বিক্রি করে কিছু অর্থ হাতে আনার কথা ভাবছে বার্সা বোর্ড। তাকে গত মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে বার্সা।
- বিষয় :
- ফুটবল দলবদল
- ভিটর রকি