দ্রততম মানবী জুলিয়েন আলফ্রেড

জুলিয়ান আলফ্রেড। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ০২:৩৯ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১৭:৪৩
প্যারিসের ট্র্যাকে গতির ঝড় তুলে মেয়েদের ১০০ মিটারের সোনার পদক জিতেছেন জুলিয়েন আলফ্রেড। সবাইকে পেছনে ফেলে জিতে নিলেন দ্রুততম মানবীর খেতাব। সেন্ট লুসিয়ার এই নারী স্প্রিন্টার নাম লেখালেন ইতিহাসের পাতায়ও।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ১০ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন জুলিয়েন। অলিম্পিকসে যে কোনো ইভেন্টে ইতিহাসে সেন্ট লুসিয়াকে প্রথম পদক এনে দেওয়া অ্যাথলেটও এখন তিনিই।
এই ইভেন্টের সেমিফাইনালে দৌড়াননি জ্যামাইকার হয়ে দুটি অলিম্পিক সোনাজয়ী শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস। শেষ সময়ে কারণ না জানিয়েই সরে দাঁড়ান তিনি। তাতে ফেভারিট ধরা হচ্ছিল যুক্তরাষ্ট্রের শ্যা'কারি রিচার্ডসনকে। কিন্তু প্যারিসে চমক দেখালেন জুলিয়েন আলফ্রেড৷
শ্যা'কারি ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে জিতেছে রুপা। ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন তারই স্বদেশি মেলিসা জেফারসন।