ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের মাঝে বিসিবির খাবার বিতরণ

ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের মাঝে বিসিবির খাবার বিতরণ

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ১৫:৫১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৪ | ১৬:০৬

সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে। সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে এমন দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের খাবারের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে ২৫০ জনের খাবারের প্যাকেট নিয়ে বিতরণ করেছেন বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা।

রাজপথে দেখা যায়, ছাত্রছাত্রীদের কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। গাড়িচালকরা সঠিক লেন মেনে চলতে বাধ্য হচ্ছে। সিগন্যাল না মানলে তাদের বাধাও দেয়া হচ্ছে। ফলে ট্রাফিক পুলিশ বিহীন রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। সড়কে বড় যানজটও দেখা যাচ্ছে না।

ট্রাফিক পুলিশের ভূমিকায় নামা এই শিক্ষার্থীরা নিয়ম না মানা চালকদের শাস্তিও দিচ্ছেন। হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে শাস্তি হিসেবে ৫-১০ মিনিট রাস্তায় অপেক্ষায়ও রাখছে। এর পাশাপাশি রাস্তা পরিষ্কারও করছে তারা।

আরও পড়ুন

×