ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসকে হারাল এইচপি

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসকে হারাল এইচপি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১১:২৮

৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন এইচপি দল।

আগে ব্যাটিং পেয়ে পারভেজের ফিফটিতে ১৭০ রান করে এইচপি। ৪৮ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার। জবাবে ৯৩ রানের বেশি করতে পারেনি মেলবোর্ন। এইচপির সেরা বলার রিপন মন্ডল। মাত্র ১২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। ২১ রানে ৩৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

ডারউইনে এদিন টস জিতে আগে বাংলাদেশ এইচপিকে ব্যাটিং করতে পাঠায় মেলবোর্ন রেনেগেডস একাডেমি। জিশান ও তানজিদের উদ্বোধনী জুটিতে আসে ১৯ রান। জিশান ১০ বলে ১০ ও তানজিদ হাসান তামিম ৯ বলে ১৭ রান করে আউট হন। চারে নামা আফিফ গোল্ডেন ডাকের স্বাদ পান। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে আকবর আলিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। ১৮ বলে ২১ রান করে আকবর আলি আউট হলে ভাঙে জুটি। এরপর শামীম পাটোয়ারির সঙ্গে ৫০ রানের আরেক জুটিতে দলকে শক্ত অবস্থায় নিয়ে যান পারভেজ। ৬৯ করে তিনি ফেরার পর আবু হায়দার রনি ৮ বলে ১৩ করে দলকে শক্ত ভিতে নিয়ে যান। ৬ উইকেটে ২০ ওভারে ১৭০ রান করতে পারে বাংলাদেশ এইচপি। মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৩ উইকেট নেন ম্যাট হেনিগ, ২ উইকেট নেন টাইলের পিয়ারসন, ১ টি শিকার হ্যারি ডিক্সনের। 

চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চেপে বসে বাংলাদেশ। রিপনে বোলিং তোপের সামনে যেন দাঁড়াতেই পারেননি রেনেগেডসের ব্যাটসমানরা। ২০ রানের ইনিংস পাননি কোনো ব্যাটসম্যান। দলটির হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন জশ ব্রাউন। ১৮ রান করেন মার্কাস হ্যারিস। রিপন ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। এছাড়া রাকিবুলও ২১ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম ও আবু হায়দায় রনি।

আরও পড়ুন

×