জিশান-রিপনে জয়ে ফিরল এইচপি দল

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৬:২৯
৯ দলের সমন্বয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে বিসিবি এইচপি দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পেয়েছে এইচপি। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দলটি ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি এইচপি।
ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা মূলত বোলারদেরই। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে মাত্র ১২৪ রানে আটকে দিয়ে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন বোলাররা। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট। একটি উইকেট নেন রকিবুল হাসান। টেরিটোরির হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার মিচেল ম্যাকনামরা। এছাড়া স্কট মুরন ২০, টেইলর হায়েস ১৫* এবং জ্যাক ম্যারন ১৪ রান করেন। আর কেউ দুই অংকে যেতে পারেননি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় এইচপি। ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জিশান আলম। ১৫ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। অপর প্রান্তে ঝড় তোলেন জিশান আলম। তার ঝোড়ো ব্যাটিংয়েই ১৩তম ওভারে শতরান পার করে বাংলাদেশ।
৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন জিশান। শেষ দিকে অপরাজিত থেকে বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করেন মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলী(৫*) ও শামীম পাটোয়ারী(১*)। তাতে ২০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি দল। অস্ট্রেলিয়ার দলটির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জ্যাক স্মিথ।
- বিষয় :
- এইচপি স্কোয়াড
- বাংলাদেশ ক্রিকেট