ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেখ জামাল-শেখ রাসেল ক্লাবের নামে আপত্তি নেই সরকারের

শেখ জামাল-শেখ রাসেল ক্লাবের নামে আপত্তি নেই সরকারের

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১০:০৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ | ১১:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা। দেশের ফুটবলের শীর্ষ লিগে খেলা শেখ জামাল ও শেখ রাসেল ক্লাবটিও তাঁর দুই সন্তানের নামে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরই ঢাকা আবাহনীর সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও হয় ব্যাপক ভাঙচুর। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ জামাল ও শেখ রাসেলের পৃষ্ঠপোষকতা থেকে সরে যায় বসুন্ধরা গ্রুপ। দল গুছিয়ে ফেললেও সরকার পরিবর্তনের কারণে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে না বলে ফুটবলারদের জানিয়ে দেন ক্লাব দুটির কর্তারা। 

গুঞ্জন উঠেছে চট্টগ্রাম আবাহনীও খেলবে না লিগে। যে কারণে তিনটি ক্লাবের প্রায় ১০০ ফুটবলার পড়ে গেছেন বেকায়দায়। তিনটি ক্লাবের দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে একটি স্মারকলিপি দেন খেলোয়াড়রা। গতকাল মানববন্ধনও করেছেন তারা। বসুন্ধরা গ্রুপ সরে গেলেও অন্য স্পন্সররা আগ্রহ দেখাচ্ছে না শেখ জামাল ও শেখ রাসেল নামের কারণে। 

দলবদল শেষ হওয়ার তিন দিন আগে রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সেখানে উপদেষ্টা তাঁকে আশ্বস্ত করেছেন শেখ জামাল ও শেখ রাসেল নামে ক্লাবে কোনো আপত্তি নেই। ‘এ দুটি ক্লাব যদি নিজেদের নাম পরিবর্তন করতে চায়, সেটা তাদের ব্যাপার। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, নামের কারণে তাদের দেশের ফুটবলে খেলতে কোনো সমস্যা নেই।’

দুটি ক্লাব পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইয়ের নামে হওয়াতে নানা শঙ্কায় সরে যায় বসুন্ধরা। শনিবার বাফুফের কাছে সাত দফা দাবি তুলে ধরা ফুটবলাররা সেদিনই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন। সভায় সালাউদ্দিন ফুটবলারদের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন, তিনি ক্লাবগুলোকে বোঝাবেন। এ ছাড়া ক্লাবগুলো নিরাপত্তা নিয়েও শঙ্কিত। সবকিছু মিলিয়ে রোববার সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে খোলামেলা আলোচনা করেন ইমরান। 

সেখানে কী আলোচনা হয়েছে, তা ফেডারেশনে সংবাদ মাধ্যমকে জানান তিনি, ‘বিভিন্ন গণমাধ্যম ও খেলোয়াড়দের মুখে আনঅফিসিয়ালি আমরা শুনেছি, তিনটি ক্লাব (শেখ জামাল, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী) এবারের লিগে অংশ নেবে না। গতকাল (শনিবার) বিকেল ৫টার পরে শেখ রাসেল অফিসিয়ালি আমাদের জানিয়েছে লিগে অংশ না নেওয়ার কথা। এই প্রেক্ষাপটে খেলোয়াড়রা বাফুফে সভাপতির সঙ্গে বসেছিলেন। শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর ক্লাব কর্তৃপক্ষকে সভাপতি অনুরোধ করেছেন লিগে অংশ নেওয়ার জন্য– এই বিষয়গুলো আমি ক্রীড়া উপদেষ্টাকে জানালাম। তিনি বলেছেন, যেহেতু স্পন্সরশিপের ব্যাপারটি ক্লাবগুলোর দায়িত্ব, এটা ক্লাবগুলোরই করা উচিত। নাম নিয়ে; শেখ জামাল, শেখ রাসেল– এ নিয়ে তাদের কোনো সমস্যা নেই। ক্লাবগুলোর নিরাপত্তার জন্য যেটা প্রয়োজনীয়, সেটা তারা করবে। ক্লাবগুলো যেন স্পন্সরশিপ নিজেরাই জোগাড় করে নেয়।’

আরও পড়ুন

×