ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিরাপত্তার কারণে মন্ত্রণালয়ে জরুরি সভা, জানাল বিসিবি 

নিরাপত্তার কারণে মন্ত্রণালয়ে জরুরি সভা, জানাল বিসিবি 

বিসিবি ভবনের ছবি।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ১০:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ১১:২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি জরুরি সভা ডাকা হয়েছে। আজ (বুধবার) সকাল ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ইংল্যান্ড থেকে অনলাইনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যুক্ত থাকবেন বলে জানা গেছে। 

কিন্তু প্রশ্ন উঠেছে, বিসিবির জরুরি সভা কেন মন্ত্রণালয়ে হবে। বিসিবি’তে কোন ধরনের সরকারি হস্তক্ষেপ আইসিসির আইনে অনৈতিক। এমনটা হলে হস্তক্ষেপের অভিযোগে বোর্ডকে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা রাখে আইসিসি। 

মধ্যরাতে এক হোয়াটসঅ্যাপ বার্তায় মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কারণ জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ। সেখানে নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে। বিসিবির অনুরোধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সভাটি আয়োজনের ব্যবস্থা করেছে বলে উল্লেখ করা হয়েছে।

বিসিবি বলেছে, ‘বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি সভা ডাকা হয়েছে। বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এই সভার ব্যবস্থা করার অনুরোধ করেছে।’            

জানা গেছে, বুধবারের সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে পারেন। এছাড়া বিসিবির বাকি বোর্ড পরিচালকদের মধ্যে পুরনো ৫ জনকে রেখে বাকিদের বাদ দেওয়া হতে পারে। নতুন বোর্ডের সভাপতি করা হতে পারে সাবেক নির্বাচক ফারুক আহমেদকে। তার সঙ্গে বোর্ডে আসতে পারেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির কাউন্সিলর বা পরিচালক নন তারা। যে কারণে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত সদস্য হিসেবে বোর্ডে আসতে পারেন তারা। 

আরও পড়ুন

×