ভারত সফরে থাকছেন এবাদতও

ছবি- ক্রিকইনফো
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৭
দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে দলের সঙ্গে থাকবেন পেসার এবাদত হোসেনও। চোটের কারণে দীর্ঘ সময় বাইশগজের বাইরে থাকা টাইগার এই পেসার এখনো মাঠে ফেরার অপেক্ষায়। তবে ভারত সফরে খেলতে নয়, দলে ফেরা সহজ করতে শান্তদের সঙ্গী হবেন তিনি। জাতীয় দলের কোচ, ফিজিও ও ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে থাকতেই এবাদতকে দলের সঙ্গে রাখা হবে। ব্যাপারটি আজ নিজেই জানিয়েছেন এ পেসার।
শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদত বলেন, ‘অবশ্যই, আফসোস হয়। কারণ আজকে প্রায় ১৩ মাস আমি খেলতে পারছি না। এমন একটা ইনজুরিতে পড়েছি অনেক লম্বা সময় নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। মনে হয় না বেশিদিন লাগবে। ইনশাআল্লাহ আমিও খেলব, ভালো করার চেষ্টাও করব।’
এবাদত বলেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছেন, সেটা ফলো করছি। এখনো ১০০% এফোর্ড দিয়ে বোলিং করার পারমিশন দেয়নি। আমি ৭০-৮০%, এরকম কাছাকাছি এফোর্ডে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার…সব সাপোর্ট পাব। বাংলাদেশ দলের মনিটরিংয়ে থাকবে। এ জন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে।’
দ্রুত উন্নতি হলে ভারতেই ম্যাচ খেলে ফেলতে পারেন এবাদত। তা না হলে আগামী ১৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফিরবেন তিনি, ‘ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজমেন্ট যদি সন্তুষ্ট হয়, যদি ওখানে খেলিয়ে দেয়, তাহলে খেললাম। যদি না হয় তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে, সেগুলো খেলব।’
২০১৯ সালের ভারত সফরে বিরাট কোহলিকে আউট করে সেই বিখ্যাত ‘স্যালুট’ দিয়েছিলেন তিনি। আজ সে স্মৃতিচারণাও করলেন এবাদত, ‘বিরাট কোহলিকে দুবার আউট করেছি, এটা আমার গর্বের ব্যাপার। আমি যত উইকেটই নিয়েছি, বেশির ভাগই বড় বড় উইকেট। আমার ডায়েরি খুললে ভালোই লাগে। এদের আমি আউট করেছি। ভালোই লাগে দেখতে। দেখা যাক, ভারত যাই, যদি সুযোগ হয় তাহলে খেলার চেষ্টা থাকবে।’
- বিষয় :
- এবাদত হোসেন