ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জন্মদিনে রশিদের রেকর্ড, আফগানদের কাছে সিরিজ হার প্রোটিয়াদের

জন্মদিনে রশিদের রেকর্ড, আফগানদের কাছে সিরিজ হার প্রোটিয়াদের

ছবি- এসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১১:৩২

জন্মদিনে নিজেকে দেওয়া এর চেয়ে ভালো উপহার আর হয় না। নিজের বিশেষ দিনে  ৫ উইকেট তো পেয়েছেনই, পাশাপাশি দলকে জিতিয়ে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতেছেন সিরিজ। শারজায় গতকাল রাতে রশিদ খানের ঘূর্ণিতে ১৭৭ রানের বিশাল জয়ে প্রোটিয়াদের হারিয়েছে আফগানরা। 

শারজাতে আগে ব্যাটিং করে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। এ রান তাড়া করে জিততে পারলে সেটি হতো রান তাড়ায় প্রোটিয়াদের ষষ্ঠ বৃহত্তম জয়। কিন্তু জয় তো দূরের কথা, ধারে কাছেও যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গুটিয়ে গেছে ১৩৪ রানেই।

তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টা (১৭৭ রানের) পেয়েছে আফগানিস্তান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল দক্ষিণ এশিয়ার দেশটি। আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ থাকা দলগুলোর বিপক্ষে এটাই আফগানিস্তানের প্রথম সিরিজ জয়। এই ম্যাচে মাত্র ১৯ রানে ৫ উইকেট ডানহাতি লেগস্পিনার রশিদ খান।

ম্যাচসেরা হয়ে জয়ের পর তিনি বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে নিংড়ে দিয়েছি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য। এ কারণে মাঠে শেষ পর্যন্ত থাকতে হয়েছে।’

আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকা কি পারবে ধবলধোলাই হওয়া এড়াতে?

আরও পড়ুন

×