বাংলাদেশের কাছে হেরে পাকিস্তান দলে যত পরির্বতন

ইংল্যান্ড সিরিজের দল দিয়েছে পাকিস্তান। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:১৭
ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজের দুই টেস্টেই হেরেছে পাকিস্তান। এবার নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে শান মাসুদের দল। তিন টেস্টের প্রথম ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর। ওই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পিসিবির নির্বাচক প্যানেলে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে পরাজিত হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলে কয়েকটি পরিবর্তন এনেছে পাকিস্তান। এর মধ্যে বাঁ-হাতি স্পিনার নওমান আলীকে নেওয়া হয়েছে। ফিরেছেন আমের জামাল। দলে জায়গা দেওয়া হয়েছে ব্যাটার মোহাম্মদ হুরাইরাকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে ছিলেন পেসার খুররম শাহজাদ। তিনি ইনজুরিতে পড়েছেন। ওই সিরিজে থাকা কামরান ঘুলাম ও মোহাম্মদ আলীকে দলে রাখা হয়নি। এক টেস্টের জন্য ১৭ জনের দল না দিয়ে ১৫ জনের দল ঘোষণা করে বাকিদের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
পাকিস্তানের প্রথম টেস্টের দল: শান মাসুদ, সূদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নওমান আলী, সাঈম আইয়ূব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ ও শাহিন আফ্রিদি।
- বিষয় :
- পিসিবি
- শাহিন শাহ আফ্রিদি