ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নারী টি২০ বিশ্বকাপ

প্রথম ম্যাচেই জয়খরা কাটাতে চায় বাংলাদেশ

প্রথম ম্যাচেই জয়খরা কাটাতে চায় বাংলাদেশ

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২০:২১

আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসর বাংলাদেশে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে। দেশের বাইরে খেলা হলেও আয়োজক হওয়ার সুবাদে বাংলাদেশ খেলবে উদ্বোধনী ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেই ম্যাচের আগে দলের অবস্থান, লক্ষ্য এবং প্রত্যাশা নিয়ে কথা বলেছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।   

সর্বশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। তবে এবার প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙাতে চান টাইগ্রেস অধিনায়ক, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু আমি বিশ্বাস করি এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়েই।’

বিসিবির পাঠানো ভিডিওবার্তায় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।’ 
 
২০১৪ সালে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। সেবার পাঁচ ম্যাচ খেলে দু'টিতে জয় পেয়েছিল টাইগ্রেসরা। তবে পরের চারটি বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল সেই গেরো ভাঙতে পারেন কিনা নিগাররা, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

×