ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন রশিদ খান

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন রশিদ খান

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ২০:১৭

বিয়ে করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।  ২৬ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন।  তবে তিনি একা নন; একসঙ্গে বিয়ে করেছেন তার আরও তিন ভাই।  তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান একসঙ্গে এই শুভ কাজ সারেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তার তিন ভাই।  তবে তাদের স্ত্রীদের নাম–পরিচয় জানা যায়নি।  রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা।  একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে।  গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।

রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আফগান তারকা অলরাউন্ডার নবি।  সেখানে তিনি লিখেছেন, ‘বিয়ে উপলক্ষে তোমাকে অভিনন্দন, ওয়ান অ্যান্ড ওনলি কিং খান, রাশিদ খান। সারা জীবন ভালোবাসা, সুখ ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করি।’

আরও পড়ুন

×