ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোয়ার্টারে স্পেন, হতাশ রোনালদোর পর্তুগাল

কোয়ার্টারে স্পেন, হতাশ রোনালদোর পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ১২:৪৫

উয়েফা নেশন্স লিগের টানা তিন ম্যাচে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ এই তারকাকে গোল পেতে দেয়নি স্কটল্যান্ড। রোনালদোর গোলহীন দিনে জিতলো না দলও। এই ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্কটল্যান্ড। অন্যদিকে, দাপুটে জয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের দর্শনীয় জয় তুলে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

নেশন্স লিগে চার ম্যাচে এই প্রথম পয়েন্ট হারালো পর্তুগাল। পয়েন্ট হারালেও কোয়ার্টার ফাইনালে এক পা রেখেছে পর্তুগিজরা। গ্রুপ এ১- এ চার ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১০। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্কটল্যান্ড।

এদিকে গ্রুপ ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।  সার্বিয়াকে ৩-০ গোলে হারানোয় এখন দশ পয়েন্টের মালিক দলটি।

আরও পড়ুন

×