আতালের ব্যাটে হারল বাংলাদেশ ইমার্জিং দল

আফগান ইমার্জিং দলের বিপক্ষে ইমন ও হৃদয়। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ২৩:০৮
ইমার্জিং এশিয়া কাপে ভালো রান করেও আফগানিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২৪ বছর বয়সী আফগান ওপেনার সাদিকুল্লাহ আতাল সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলে ৫ বল থাকতে দলকে জয় এনে দিয়েছেন।
রোববার আল আমিরাত স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ ইমার্জিং দল। ওপেনার পারভেজ ইমন ৩২ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি করে চার ও ছক্কার শট আসে।
অন্য ওপেনার জিসান আলম (৪) ব্যর্থ হন। তিনে নেমে সাইফ হাসান ১৯ বলে ১৬ রান যোগ করেন। রান পাননি অধিনায়ক আকবর আলীও (৪)। তবে তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারি শেষটায় দলকে লড়াই করার পুঁজি এনে দেন। তাওহীদ খেলেন ৩১ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রানের ইনিংস। শামীম ২৪ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৮ রান করেন।
জবাবে ৫২ রানে ৩ উইকেট হারায় আফগান ইমার্জিং দল। ১৩ ওভারে ৯৪ রানে হারায় চতুর্থ উইকেট। তবে ওপেনার আতাল ক্রিজে টিকে ছিলেন। তিনি খেলেন ৫৫ বলে ৯৫ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস। ৯টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো তার একার ওই ব্যাটিংয়ের কাছে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।
ইমার্জিং দলের পেসার রিপন মন্ডল ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। আলিস ইসলাম ৪ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। জিততে শেষ দুই ওভারে ১৬ রান আটকাতে হতো বাংলাদেশের। রিপন ১৯তম ওভারে এসে ১০ রান দিয়ে ১ উইকেট নেন। শেষ ওভারে আবু হায়দার রনির প্রথম বলে ছক্কা মেরেই জয় তুলে নেয় আফগান ইমার্জিং দল। এ নিয়ে চার দলের গ্রুপে দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাও একটি জয় ও একটি হার দেখেছে। দুই জয়ে গ্রুপে শীর্ষে আছে আফগানরা।
- বিষয় :
- ইমার্জিং এশিয়া কাপ