বাফুফেপ্রধান তাবিথের সামনে যত চ্যালেঞ্জ

তাবিথ আউয়াল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১২:০২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ | ১২:১৭
শেষ হলো বাংলাদেশের ফুটবলে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের অধ্যায়। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। আনুষ্ঠানিকভাবে এখনও ফেডারেশনের দায়িত্ব বুঝে নেননি তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে হয়তো নির্বাহী কমিটির সব সদস্যকে নিয়ে সভা ডাকবেন তাবিথ। সেখানেই নির্বাচিত হওয়া সদস্যদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার কথা।
আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে বসতে যাওয়া তাবিথের সামনে অপেক্ষা করছে অনেক চ্যালেঞ্জ। ফিফা র্যাঙ্কিংয়ে জাতীয় দলের বাজে অবস্থা উতরানো, নিয়মিত মাঠে খেলা রাখা, তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দেওয়া, বিতর্কিত ব্যক্তিদের এড়িয়ে চলাসহ আরও বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে তরুণ এই সংগঠকের সামনে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর সবাইকে নিয়ে সব চ্যালেঞ্জ উতরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ। সেটা বাস্তবায়ন করতে গিয়ে তাঁকে পাড়ি দিতে হবে কঠিন সব বাধা।
চার মেয়াদে নানা কাণ্ডে সমালোচিত হলেও সালাউদ্দিন নিয়মিতই খেলা মাঠে রেখেছেন। বিশেষ করে ঢাকার লিগগুলো সুন্দরভাবে পরিচালিত করেছিলেন; যা তাঁর আগে যারা ছিলেন তারা পারেননি। কিন্তু কিংবদন্তি এ ফুটবলারের বড় ব্যর্থতা ছিল জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবলকে পরিচালিত করতে না পারা। ফুটবলের জন্য ডিএফএতে নেই কোনো মাঠ। প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক বরাদ্দ দিতে পারেননি সালাউদ্দিন।
তাই নতুন দায়িত্ব পাওয়া তাবিথকে এই চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে বলে মনে করেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, ‘চ্যালেঞ্জ তো অনেক। সবচেয়ে বড় বিষয় হলো অবকাঠামোগত উন্নতি করতে হবে। বিভাগীয় পর্যায়ে মাঠ থাকা দরকার। ঢাকাতে কমপক্ষে দুই থেকে তিনটি মাঠ থাকতে হবে। এই জায়গাগুলোতে আমাদের খেয়ালই নেই। গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে। এটা ঠিক করতে এতদিন কেন লাগে? আমাদের দেশে সবই সম্ভব। তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দিতে হবে।’
তাবিথ এমন সময় দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের ফুটবলে, যেই সময় ফিফা র্যাঙ্কিংয়ে দলের অবস্থান ১৮৫তম। জাতীয় দলের র্যাঙ্কিং বাড়াতে হলে প্রতিনিয়ত আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজন থাকলেও সেটি করেননি সালাউদ্দিন। এই বিষয়ে তাবিথকে বেশ জোর দেওয়ার আহ্বান টিপুর, ‘র্যাঙ্কিং বাড়াতে হলে প্রতিনিয়ত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হবে। আপনি যদি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলেন, অটোমেটিকভাবেই র্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়বে। আমি মনে করি, নতুন কমিটির এই দিকটিতে জোর দেওয়া উচিত।’
সালাউদ্দিনের শেষ মেয়াদে আর্থিক অনিয়মের দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হয়েছিলেন বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এবারের নির্বাচনে স্ত্রী তাসমিয়া রেজোয়ানাকে সদস্য পদে প্রার্থিতা করা সোহাগ কয়েকবারই তাবিথের সঙ্গে দেখা করেছেন। যদিও নির্বাচনে সোহাগের স্ত্রী জিততে পারেননি। কিন্তু তাবিথের সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা নিয়ে নির্বাচনের আগে থেকেই সমালোচিত হয়েছে। এর বাইরে বাফুফের বর্তমান কয়েকজন এক্সিকিউটিভের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। তাই ফেডারেশনে সংস্কারের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের এড়িয়ে নতুন উদ্যমে কাজ করতে গিয়ে চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাবিথকে।
- বিষয় :
- বাফুফে সভাপতি
- তাবিথ আওয়াল