জাকেরের কনকাশন ইনজুরি, বদলি অঙ্কন

জাকের আলী ও মাহিদুল ইসলাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ২১:৫৬
ঢাকা টেস্টে অভিষেকে ফিফটি করা মিডল অর্ডার ব্যাটার জাকের আলী ইনজুরিতে পড়েছেন। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে তিনি কনকাশন ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছে বিসিবি।
তার জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষে টেস্টে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
বিসিবির পাঠানো বার্তায় ফিজিও বায়েজিদ ইসলাম খান জনিয়েছেন, অনুশীলনে কনকাশন ইনজুরিতে পড়েছেন জাকের। তার পূর্বেও কনকাশন ইনজুরির ঘটনা আছে। যে কারণে তার সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে।
অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল চলতি জাতীয় লিগে খেলছেন ঢাকা বিভাগের হয়ে। এই মৌসুমেই সিলেটের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচে তার সংগ্রহ ১৯৩৪ রান।