ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

অবসরের দিনক্ষণ জানালেন সাউদি

অবসরের দিনক্ষণ জানালেন সাউদি

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৫:৫৬

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলেই এই ফরম্যাটকে বিদায় বলবেন তিনি।

ঘরের মাঠ হ্যামিল্টনের সেডন পার্কে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছে পোষণ করেছেন সাউদি। তবে ৩৫ বছর বয়সী এই পেসার জানিয়ে রেখেছেন, যদি নিউজিল্যান্ড আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নাম লেখাতে পারে, তবে তিনি ওই ম্যাচ খেলতে চান।

ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে গিয়ে সাউদি বলেছেন, ‘বড় হয়েছি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের। তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে। যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই।’

তবে টেস্ট ছাড়লেও সাউদি ইঙ্গিত দিয়েছেন, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। এরপর থেকে দলের অপরিহার্য সদস্য হয়েই আছেন। নিউজিল্যান্ডের হয়ে চারটি বিশ্বকাপ, সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। টেস্টে ১০৪ ম্যাচে উইকেট ৩৮৫। বিশ্বে একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ ও টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ট্রিপল মাইলফলক ছোঁয়া তারকা তিনি।

আরও পড়ুন

×