ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গোলের খোঁজে মোরসালিনরা

গোলের খোঁজে মোরসালিনরা

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১২:৪৪

উজ্জীবিত শিবিরে পরাজয়ের গ্লানি। মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন বাংলাদেশের ফুটবলাররা। বুধবারের ওই ধাক্কায় বিপর্যস্ত খেলোয়াড়দের সাহস জোগাতে বৃহস্পতিবার টিম হোটেলে গিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এক দিনের রিকভারি সেশন কাটিয়ে শুক্রবার কিংস অ্যারেনায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তপু বর্মণ-শেখ মোরসালিনরা। প্রথম ম্যাচে অসংখ্য সুযোগ সৃষ্টি করেও গোল করতে না পারায় গতকাল প্রস্তুতিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আলাদা সেশনই করেছেন ফরোয়ার্ডদের নিয়ে। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে জিততে হলে করতে হবে গোল। 

কোচ ক্যাবরেরার বিশ্বাস, কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মিলবে আজ। মিডফিল্ডার সোহেল রানার চাওয়া গোল করার জন্য পুরো দলের সবাই এগিয়ে আসুক। এর সবকিছুর উত্তর মিলবে আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে।

২০২২ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ক্যাবরেরা দলকে নিয়মিত ৪-৪-২ ফরমেশনে খেলাচ্ছেন। সে ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্ট্রাইকার নেই দলে। একেক সময় একেকজনকে আক্রমণভাগে খেলানোয় স্প্যানিশ কোচের কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। মালদ্বীপ ম্যাচে ভুল পাস, ম্যান মার্কিংয়ে ব্যর্থতা, প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে আনতে না পারা এবং নিজেদের মধ্যে সমন্বয়হীনতা দলকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তার সঙ্গে গোলের সুযোগ নষ্ট করা চিরায়িত সমস্যা তো ছিলই। 

শেষ ম্যাচে অন্তত গোলের এই সমস্যা কাটিয়ে ওঠার আশা ক্যাবরেরার, ‘যদি আপনারা প্রথম ম্যাচের দিকে তাকান, দেখবেন, তাদের অর্ধে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি ভালো ছিল, সুযোগও এসেছিল; কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। কেন আমরা গোল করতে পারিনি, সে ব্যাখ্যা দেওয়া কঠিন। দ্বিতীয় ম্যাচেও আমরা প্রতিপক্ষের বক্সে আগের ম্যাচের মতোই বেশি সংখ্যায় থাকার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি, এবার অন্তত একটা গোল করতে পারব।’

এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। গোলপোস্টে মিতুল মারমা কোচের প্রথম পছন্দ হলেও প্রথম ম্যাচে বেশ নার্ভাস দেখা গেছে তাঁকে। বেশ কয়েকবার তাঁর হাত থেকে বল ফসকে গেছে। তাই আনিসুর রহমান জিকো একাদশে সুযোগ পেতে পারেন। রাইটব্যাক পজিশনে সাদ উদ্দিন এবং সেন্টারব্যাক পজিশনে তপু বর্মণের খেলাও নিশ্চিত। দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ঈসা ফয়সাল লেফট ব্যাকে অটোচয়েস। আর গোল করার সুযোগ পেয়েও শেখ মোরসালিন পারেননি লক্ষ্য ভেদ করতে। তার পরও এ ফরোয়ার্ডের খেলা নিয়ে কোনো সংশয় নেই। 

মধ্যমাঠে সোহেল রানা প্রথম ম্যাচে দেখিয়েছেন ব্যক্তিগত স্কিল। শেষটায় নিজেকে যেমন নিংড়ে দিতে চান, তেমনই কামব্যাক করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘প্রথম ম্যাচটি আমরা প্রত্যেক প্লেয়ারই চেয়েছিলাম জিততে। গোল করার অনেক সুযোগ ছিল; কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। প্রথম ম্যাচ ভুলে এখন আমরা দ্বিতীয় ম্যাচে তাকিয়ে। আশা করি, দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে কামব্যাক করব। কারণ প্রত্যেক প্লেয়ারেরই টিমের প্রতি আত্মবিশ্বাস আছে, আমরা খুব শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াব। আমরা চাইব, কালকের ম্যাচটি জেতার জন্য।’ 

জিততে হলে করতে হবে গোল। সেই গোল করবে কে? সোহেলের উত্তর, ‘আমি শুধু ফরোয়ার্ডদের বলব না, আমি মনে করি প্রত্যেক প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। যারই সুযোগ আসবে, সে যেন সুযোগটা কাজে লাগিয়ে গোল করে।’

আরও পড়ুন

×