ক্যাবরেরাকে চান ফুটবলাররা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৮:৫৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৮:৫৭
মালদ্বীপের বিপক্ষে জয়ের পর কিংস অ্যারেনার ড্রেসিংরুমেই নাচেগানে মেতেছিলেন ফুটবলাররা। ম্যাচ খেলার ক্লান্তি ভুলে সেই উদযাপন তপু বর্মণ-শেখ মোরসালিনরা নিয়ে যান টিম হোটেলে। সেখানে জয়োৎসব করার পরই সবার মাঝে বিদায়ের সুর বেজে ওঠে। দুটি প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে কিছুদিন এক ছাদের নিচে থাকা খেলোয়াড়রা গতকাল চলে যান নিজ ক্লাবে।
সামনে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা না থাকলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটিতে যেতে পারছেন না চুক্তি নিয়ে দরকষাকষির কারণে। ৩১ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ। ক্যাবরেরার ভাগ্য ঝুলে আছে বাফুফে নতুন সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের হাতে। ২০২৪ সালে ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়ায় স্প্যানিশ এ কোচের সঙ্গে বাফুফে চুক্তি নবায়ন করবে, নাকি বিদায় বলে দেবে সেই উত্তর জানা যাবে কয়েক দিন পর।
তবে প্রায় তিন বছর ধরে বাংলাদেশের ফুটবলের সঙ্গে কাজ করা ক্যাবরেরাকে ভবিষ্যতেও কোচ হিসেবে চান ফুটবলাররা। বাফুফে সভাপতি কোচের ব্যাপারে কথা বলতে যদি ফুটবলারদের মতামত নিতে চান, তাহলে ক্যাবরেরাকে নিয়ে ইতিবাচক কথাই বলবেন বলে সমকালকে জানান অধিনায়ক তপু বর্মণ, ‘তিনি (সভাপতি) যদি আমাদের ডাকেন, তাহলে অবশ্যই আমরা চাইব যেন তিনি (ক্যাবরেরা) থাকেন।’ ক্যাবরেরার চুক্তির বিষয়ে জানতে রোববার ফোন দিলেও সাড়া দেননি বাফুফে সভাপতি তাবিথ।
২০২২ সালের মার্চে মালদ্বীপ ম্যাচ দিয়ে বাংলাদেশের ডাগআউটে অভিষেক হয় ক্যাবরেরার। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর শেষটাও হয়েছে দ্বীপদেশটির বিপক্ষে। তিন বছরে তাঁর অধীনে ২৯ ম্যাচে লাল-সবুজের দলটি জিতেছে মাত্র ৮ ম্যাচে। ১৫টি হারের বিপরীতে ড্র করেছে ৬টিতে। তবে স্প্যানিশ এ কোচের অধীনে বাংলাদেশের ফুটবলের মান বেড়েছে। দীর্ঘদিন কোচিং চেয়ারে থাকায় তাঁর ফুটবল দর্শন, ট্যাকটিস ও টেকনিক রপ্ত করতে পেরেছেন খেলোয়াড়রা।
ক্যাবরেরার অধীনে জাতীয় দল
২০২২
ম্যাচ জয় ড্র হার
৮ ১ ২ ৫২০২৩
ম্যাচ জয় ড্র হার
১৩ ৫ ৪ ৪২০২৪
ম্যাচ জয় ড্র হার
৮ ২ ০ ৬
*সব ম্যাচ ফিফা স্বীকৃত
সেই ধারাটা ধরে রাখার জন্য ক্যাবরেরাকে যেন বাফুফে রেখে দেয়, তপুর চাওয়া অন্তত এটাই, ‘এই কোচের অধীনে অনেক দিন আছি। যে কোচ আছেন, তাঁকে প্লেয়াররা বুঝতে পারছেন। তাঁর ফুটবল দর্শন ভালোভাবে নিতে পারছি। তাঁর অধীনে আমরা যে ফুটবল খেলছি, সেটা অবশ্যই ভালো। নতুন সভাপতির সঙ্গে যারা আছেন, তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কোচ থাকবেন, কি থাকবেন না। কোচ হয়তো তাদের সঙ্গে বসবেন। একজন ফুটবলার হিসেবে আমার চোখে তিনি ভালো কোচ। শুধু আমিই নই, প্রত্যেক প্লেয়ারের চোখে ভালো তিনি। আমার কাছে মনে হয়, কোচের ব্যাপারে সব প্লেয়ারই ইতিবাচক।’
সামনে এশিয়ান কাপের বাছাই পর্ব। নতুন কোচ এলে নতুন করে দল সাজাবেন। তাই তপুর মতো মজিবুর রহমান জনিও ক্যাবরেরার ব্যাপারে ইতিবাচক, ‘এই কোচের পরিকল্পনা, কৌশল অনেক ভালো। আপনি আগের আর এখনকার ফুটবলের সঙ্গে পার্থক্য করলেই সব ক্লিয়ার হবেন। এই কোচ কিন্তু আমাদের ফুটবলের দর্শন বদলে দিয়েছেন। মালদ্বীপের সঙ্গে ম্যাচটিই দেখেন, আমরা আক্রমণাত্মক খেলেছি। একই দম নিয়ে ৯০ মিনিট পর্যন্ত লড়েছি। এই কোচের স্বপ্ন অনেক বড়। তাঁকে রাখলে ভালো হবে।’