রোনালদোবিহীন পর্তুগালের হোঁচট

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১১:২৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১১:২৭
উয়েফা নেশন্স লিগে পর্তুগাল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাই এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ তারকা ফুটবলারদের বিশ্রামে রাখেন কোচ রবার্তো মার্টিনেজ। পর্তুগালের এই দ্বিতীয় সারির দলের সঙ্গে ড্র করতেই ঘাম ঝরলো ক্রোয়েশিয়ার। ঘরের মাঠে শেষ পর্যন্ত অবশ্য তারা ১-১ গোলের ড্রয়েই স্বস্তি খুঁজে পেয়েছে। মূল্যবান একটি পয়েন্টে শেষ আটের টিকিট নিশ্চিত করলো ক্রোয়াটরা।
এই ম্যাচে রোনালদো ছাড়াও ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, মূল গোলরক্ষক দিয়োগো কস্তা ও অভিজ্ঞ ডিফেন্ডার বের্নার্দো সিলভাকে বাইরে রেখে খেলতে নামে পর্তুগাল। তারকা খেলোয়াড়দের ছাড়া নেমেও ম্যাচে প্রথমে লিড নেয় তারাই। ৩৩ মিনিটে ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের ক্রসে দুর্দান্ত শটে সমতা টানেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভার্দিওল। শেষ দিকে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পর্তুগাল। তবে নুনো মেন্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
পর্তুগালকে রুখে দেওয়ার পর ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার গাভারদিওল বলেছেন, ‘এটা আমাদের কাছে দুটো আলাদা ম্যাচ বলে মনে হয়েছে। প্রথমার্ধে আমাদের ক্লান্ত মনে হয়েছে, মনে হচ্ছিল পরিবর্তন দরকার। তবে দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।’
ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল।
- বিষয় :
- পর্তুগাল ফুটবল
- ক্রোয়েশিয়া