লাউতারোর গোলে আর্জেন্টিনার লিড

দুর্দান্ত গোলের পর মেসি-লাউতারোর উদযাপন। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ০৭:৪৭
পেরু বনাম আর্জেন্টিনার মধ্যকার আজকের খেলার শুরুটা ভালো না হলেও সেই হতাশা দূর হলো লাউতারোর গোলে। এর মাধ্যমে নিজেদের খরা কাটল লিওনেল স্ক্যালোনির শিষ্যদের।
খেলার ৫৫ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে মেসির থেকে পাওয়া বলে লাউতারো মার্টিনেজের গোলে আশার আলো দেখল আর্জেন্টিনা। এখন দেখার বিষয় এই ম্যাচে পেরু প্রত্যাবর্তন করে নাকি জয় নিয়ে নিজেদের শীর্ষস্থান দখলে রাখবে আর্জেন্টিনা।
সবশেষ নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচ হার আর এক ম্যাচে ড্রয়ের ফলে তিন অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত মেসিবাহিনী। আজকের ম্যাচে হেরে গেলে বা পেরুর সঙ্গে ড্র করলে দুই নম্বরে নেমে যাবে মেসির দল।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েনস আইরেস লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হয় পেরু ও আর্জেন্টিনা।
দলের বেশ কয়েকজন খেলোয়ার ইনজুরিতে থাকায় এদিন একাদশ সাজাতে হিমশিম খেতে হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকে।
খেলা দেখবেন যেভাবে
পেরু-আর্জেন্টিনার ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমগুলোতে বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আর্জেন্টিনার ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন।
- বিষয় :
- মেসি
- আর্জেন্টিনা ফুটবল
- পেরু