ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইয়ারকে ২৬.৭৫ কোটি ও আর্শদ্বীপকে ১৮ কোটিতে কিনল পাঞ্জাব

আইয়ারকে ২৬.৭৫ কোটি ও আর্শদ্বীপকে ১৮ কোটিতে কিনল পাঞ্জাব

কলকাতার হয়ে জেতা ট্রফি নিয়ে শ্রেয়াস আইয়ার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:৫৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৭:০২

আইপিএলের মেগা নিলামের শুরুতেই বাজিমাত করেছে পাঞ্জাব সুপার কিংস। প্রথমে বাঁ-হাতি পেসার আর্শদ্বীপকে ১৮ কোটি রুপি দিয়ে কিনেছে ক্লাবটি। 

পরে শ্রেয়াস আইয়ারের জন্য নিলামে খরচ করেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপি। নিলামের শুরু থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই শুরু হয় পাঞ্জাবের। শেষ পর্যন্ত নিলামে জয়ী হয়েছে তারাই। তাদের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

এবারের নিলামে সবচেয়ে বেশি বাজেট আছে পাঞ্জাব সুপার কিংসের হাতে। তারা ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে।

নিলামের আগে দলগুলোর ২ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু পাঞ্জাব মাত্র ২ জনকে ধরে রাখে। তারা হলেন  ৪ কোটি রুপি করে ৮ কোটির শশাঙ্ক সিং ও প্রবাসিমরান সিং। 

আরও পড়ুন

×