অবিক্রিত উইলিয়ামসন, বাজিমাত ইয়ানসেনের

কিউই ক্রিকেটার কেন উইলিয়ামসন ও প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন (ডানে)।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৭:৩১
সৌদি আরবের জেদ্দায় আইপিএলের প্রথম দিন আকর্ষণীয় নিলাম হয়েছে। ঋষভ পান্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাবে গেছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া ভেঙ্কেটেশ আইয়ার ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে পুরনো ক্লাব কলকাতায় ফিরেছেন। চড়া দাম পেয়েছেন আর্শদ্বীপ, যুজবেন্দ্র চাহাল, কাগিসু রাবাদারা।
আইপিএল নিলামের দ্বিতীয় দিন বড় তারকাদের অবিক্রিত থাকার পাল্লা ভারি হচ্ছে। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর পর এদিন দল পাননি কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, শেই হোপ ও আজিঙ্কা রাহানে। গ্লেন ফিলিপস, অ্যালেক্স কেরিও দল পাননি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পৃথ্বী শ’ অবিক্রিত থেকে গেছেন। শার্দুল ঠাকুর, কার্তিক ত্যাগি, মায়াঙ্ক আগারওয়ালদের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল। ইয়াশ ধুল, শ্রেয়াস গোপাল গত মৌসুমের আইপিএল খেললেও এবার অবিক্রিত থেকে গেছেন।
আইপিএলের দ্বিতীয় দিনের নিলামে বাজিমাত করেছেন প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন। তাকে ৭ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। মুকেশ কুমার ৮ কোটিতে গেছেন দিল্লিতে। আফগান স্পিনার আল্লাহ গজনফরকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
- বিষয় :
- আইপিএল
- কেন উইলিয়ামসন