আইপিএল: কত রুপির নিলাম হলো, কোন দলের কত খরচ

সৌদির জেদ্দায় আইপিএল নিলাম। ছবি: আইপিএল টি২০ ডটকম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৭:৪৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ | ১৮:০৪
সৌদি আরবের জেদ্দায় আইপিএলের ১৮তম আসরের মেগা নিলাম সম্পন্ন হয়েছে। দুই দিনের নিলামে বিক্রি হয়েছেন ১৮২ জন ক্রিকেটার। এর মধ্যে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার।
এবারের আইপিএলের নিলাম থেকে দল পেয়েছেন ৬২জন বিদেশি ক্রিকেটার। বাকি ১২০জন ভারতের ক্রিকেটার। এর মধ্যে ৮ ক্রিকেটারের ক্ষেত্রে রিটেইন কার্ড (গত বছরের ক্লাবে যাওয়া) প্রয়োগ করা হয়েছে।
আইপিএলের মেগা নিলাম থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপির খেলোয়াড় কিনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাঞ্জাব সুপার কিংস। তাদের হাতে খেলোয়াড় কেনার জন্য ১১০ কোটি ৫০ লাখ রুপি বাজেট ছিল। পাঞ্জাব মোট ২৫জন ক্রিকেটার কিনেছে, যার ৮ জন বিদেশি। খরচ করেছে ১১০ কোটি ১৫ লাখ রুপি।
চেন্নাই সুপার কিংস ৮ বিদেশিসহ ২৫ জন ক্রিকেটার কিনেছে। তাদের ৫৫ কোটির বাজেট ছিল। ৫ লাখ রুপি বাদে খরচ করেছে সব। দিল্লি ক্যাপিটালস ৭ বিদেশিসহ ২৩ জন ক্রিকেটার কিনেছে। তারা ৭২ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছে। হাতে রাখতে পেরেছে মাত্র ২০ লাখ রুপি।
গুজরাট টাইটান্স নিলাম থেকে ৭ বিদেশিসহ ২৫ ক্রিকেটার কিনেছে। তাদের বাজেট ছিল ৬৯ কোটি রুপি। মাত্র ১৫ লাখ রুপি হাতে রাখতে পেরেছে তারা। কলকাতা ২১ ক্রিকেটার কিনেছে। যার ৮ জন বিদেশি। তারা ৫০ কোটি ৯৫ লাখ রুপি খরচ করেছে। লক্ষ্ণৌ ২৪ ক্রিকেটারের জন্য খরচ করেছে ৬৮ কোটি ৯০ লাখ রুপি। তাদের বাজেট উদ্বৃত্ত মাত্র ১০ লাখ রুপি। ৬ বিদেশি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে ২৩ ক্রিকেটার কিনেছে। যার মধ্যে ৮ জন বিদেশি। তাদের বাজেট ছিল ৪৫ কোটি রুপি। ২০ লাখ রুপি বাদে সব খরচ করেছে। রাজস্থান রয়েলস ২০জন ক্রিকেটার কিনেছে। ৬ জন বিদেশি। তারা ৪০ কোটি ৭০ লাখ রুপি খরচ করেছে। বেঙ্গালুরু ৮ বিদেশিসহ ২২ ক্রিকেটার নিয়েছে। ৮৩ কোটি বাজেটের মাত্র ৭৫ লাখ বাচিয়েছে তারা। হায়দরাবাদ নিলাম থেকে নিয়েছে ২০ ক্রিকেটার। প্রায় ৪৫ কোটি খরচ করেছে তারা।
আইপিএল নিলামে কোন দলের কত খরচ:
দল | বাজেট (রুপি) | ব্যয় (রুপি) |
পাঞ্জাব সুপার কিংস | ১১০ কোটি ৫০ লাখ | ১১০ কোটি ১৫ লাখ |
চেন্নাই সুপার কিংস | ৫৫ কোটি | ৫৪ কোটি ৯৫ লাখ |
দিল্লি ক্যাপিটালস | ৭৩ কোটি | ৭২ কোটি ৮০ লাখ |
গুজরাট টাইটান্স | ৬৯ কোটি | ৬৮ কোটি ৮৫ লাখ |
কলকাতা নাইট রাইডার্স | ৫১ কোটি | ৫০ কোটি ৯৫ লাখ |
লক্ষ্ণৌ সুপার জায়ান্ট | ৬৯ কোটি | ৬৮ কোটি ৯০ লাখ |
মুম্বাই ইন্ডিয়ান্স | ৪৫ কোটি | ৪৪ কোটি ৮০ লাখ |
রাজস্থান রয়েলস | ৪১ কোটি | ৪০ কোটি ৭০ লাখ |
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৮৩ কোটি | ৮২ কোটি ২৫ লাখ |
সানরাইজার্স হায়দরাবাদ | ৪৫ কোটি | ৪৪ কোটি ৮০ লা |
- বিষয় :
- আইপিএল
- আইপিএল নিলাম