ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিগারদের বড় লক্ষ্য দিল আইরিশরা 

নিগারদের বড় লক্ষ্য দিল আইরিশরা 

জাহানারা আলমের উইকেট উদযাপন। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১৫:৫৫

মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হেরেছে আয়ারল্যান্ড নারী দল। তবে সিলেটে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছে তারা। বাংলাদেশ নারী দলকে দিয়েছে ১৭০ রানের লক্ষ্য। 

শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়ে দলটি। ফিফটি তুলে নেন ওপেনার ও অধিনায়ক গ্যাবি লেইস। মিডলে ফিফটি করেন লিয়াহ পল। তাদের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আইরিশ মেয়েরা। 

লেইস খেলেন ৪২ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও দুটি ছক্কা আসে। ৪৫ বলে ৭৯ রান করেন পল। ১০টি চারের শটের সঙ্গে দুটি ছক্কা হাঁকান চারে নামা এই ব্যাটার। এছাড়া অ্যামি হান্টার ১০ ও অর্লা ১১ রান যোগ করেন। 

বাংলাদেশ নারী দলের হয়ে জাহানারা আলম ৩৫ ও জান্নাতুল ফেরদৌস ৪০ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট দখল করেন। 

আরও পড়ুন

×