গ্লোবাল সুপার লিগ ফাইনাল
প্রয়োজনে মাঠে নামবেন আশরাফুল

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২১:০৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২১:১৬
গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাওয়া রংপুর রাইডার্স। বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালার্ন্দাসকে বৃষ্টি আইনে হারিয়েছেন সৌম্য সরকার, নুরুল হাসানরা। কিন্তু স্থানীয় ক্রিকেটার সংকটে রংপুরের ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সে আছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেন। রোববার থেকে সেন্ট কিটসে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। যে কারণে বোর্ড থেকে ওই তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে বলা হয়েছে। তাদের বোর্ড থেকে কেবল গ্রুপ পর্ব পর্যন্ত অর্থাৎ ৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল।
সৌম্য-আফিফরা জাতীয় দলে যোগ দিলে খেলোয়াড় সংকটে ফাইনাল খেলা হবে না রংপুরের। কারণ টুর্নামেন্টে অন্তত ৭ জন দেশীয় ক্রিকেটার খেলানোর নিয়ম করা হয়েছে। এমন অবস্থায় বিপাকে রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটি ৩ ক্রিকেটারকে ধরে রাখতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে অনুরোধ করবে। প্রয়োজনে তাদের চাটার্ড ফ্লাইটে করে জাতীয় দলের ক্যাম্পে পাঠানো হবে। তবে কোনো কারণে বিসিবি না মানলে বাধ্য হয়েই আশরাফুল, আরাফাত সানী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে মাঠে নামতে হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সমকালকে এমনটাই জানিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান সহকারি কোচ মোহাম্মদ আশরাফুল।
এর আগে রংপুর রাইডার্স একটি বিবৃতিতে জানিয়েছিল, ‘বোর্ড যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে রংপুরকে ফাইনাল না খেলে মাঠ ছাড়তে হবে। বিশ্ব পর্যায়ে যা বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করবে। কারণ ক্রিকেটে কোন টুর্নামেন্টের ফাইনালে এমন ঘটনা বিরল। গ্লোবাল সুপার লিগে তো রংপুর একা প্রতিনিধিত্ব করছে না, বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করছে।’
এখন বোর্ড কী সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষা। তবে তিন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার মতো বিলাসিতার সুযোগ নেই বোর্ডের। কারণ বাংলাদেশ দলও ইনজুরি জর্জরিত। মুশফিক, শান্ত ও হৃদয় ইনজুরির কারণে দলে নেই। সৌম্য-রিশাদদের তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা জোরালো।
গায়ানায় শনিবার সকাল ৫টায় ভিক্টোরিয়ার বিপক্ষে সুপার লিগের ফাইনাল খেলবে রংপুর।
- বিষয় :
- মোহাম্মদ আশরাফুল
- রংপুর রাইডার্স