৩ ফিফটিতে ৩০০ ছোঁয়া রান বাংলাদেশের

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ছবি-সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪১ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ০১:০১
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফিফটি পেয়েছেন তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ। তাছাড়া দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানও করেছেন মিরাজ। ৫০ এর কাছাকাছি গিয়েছিলেন জাকের আলী অনিকও।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। ১৮ বলে ১৯ রান করে ফিরে যান সৌম্য। দলীয় ৪৬ রানে ফিরে যান ৭ বলে দুই রান করে সাজঘরের পথ ধরেন লিটন। ওই চাপ তানজিদ তামিম ও মেহেদী মিরাজ সামলে নেন। ৭৯ রানের জুটি গড়ে ৬০ বলে ৬০ রান করে ফেরেন তানজিদ। ১২৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর আফিফকে নিয়ে ৫৪ রান তোলেন মিরাজ।
দলীয় ১৭৯ রানে ফিরে যান আফিফ। ২৯ বলে ২৮ রান করেন তিনি। অধিনায়ক মিরাজ ১০১ বলে ৭৪ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক বাংলাদেশের রানের গতি বাড়িয়ে নেন।
দুজনের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯৪ রানে। ইনিংসের একবল বাকী থাকতে জাকের ফিরে যান বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৪৮ রান করেন। মাহমুদউল্লাহ তিনটি করে চার ও ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের হয়ে রোমারিও শেইফার্ড তিনটি এবং ও আলজারি জোসেফ দুটি উইকেট নেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রুদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মতি, আলজারি জোসেপ, জাইডেন সিলস।