ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভাইদের পিছু ছেড়ে বাবার পথে বেন কারেন 

ভাইদের পিছু ছেড়ে বাবার পথে বেন কারেন 

জিম্বাবুয়ে দলে বেন কারেন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৭:১২

সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার কেভিন কারেনের তিন ছেলে। বড় টম কারেন ও ছোট ছেলে স্যাম কারেন খেলেন ইংল্যান্ড জাতীয় দলে। মেজো বেন কারেনও ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে টম ও স্যামের পিছু ছুটেছেন। ওই স্বপ্ন পূরণ না হওয়ায় বাবার পথ বেছে নেন তিনি। সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের হয়ে খেলার। বেন কারেন এবার জিম্বাবুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। 

ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। ওই সিরিজের দলে ডাকা হয়েছে ২৮ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি স্পিনার বেনকে। সব কিছু ঠিক থাকলে অভিষেকও হতে পারে তার।
বেন ৪৫টি প্রথম শ্রেণির ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। 
 
চার দিনের ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ১২টি ফিফটিতে ৩৪.৭০ গড়ে ২৪২৯ রান করেছেন বেন কারেন। লিস্ট ‘এ’ ম্যাচে এক সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৩৩.৩০ গড়ে ৯৯৯ রান তার। খেলেছেন ৩০টি স্বীকৃত টি-২০’ও।  এছাড়া জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী তরুণ বাঁ-হাতি পেসার নিউম্যান নিয়ামহুরি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করেছিলেন তিনি। 

আরও পড়ুন

×