স্মিথ-হেডের দেয়াল ভেঙে ব্রিসবেনেও ফাইফার বুমরাহর

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৩ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৩
ব্রিসবেনের গ্যাবায় প্রথমদিন ভারত-অস্ট্রেলিয়ার কাউকেই চোখ তুলে তাকাতে দেয়নি বৃষ্টি। মুষলধারে হওয়া বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। রোববার দ্বিতীয় দিনে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। স্মিথ সেঞ্চুরি করে ফিরলেও ব্রিসবেনেও টানা দ্বিতীয় শতকের দেখা পেলেন ট্রাভিস হেড। সেই শতককে আবার রূপান্তর করেছেন দেড়শতে। জসপ্রিত বুমরাহর বলে আউট হওয়ার আগে করেছেন ১৫২ রান। এতে পার্থ টেস্টের পর ব্রিসবেনেও ফাইফার তুলে নেয় বুমরাহ।
এই প্রতিবেদন লেখার সময় ৯২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫১ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথের হেড জুটি বাঁধেন ২৪১ রানের। তাদের জুটিতে দুইজনই শতকের দেখা পেয়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন দলকে। স্মিথও আউট হয়েছেন বুমরাহর শিকারে পরিণত হয়ে ১০১ রানে।
গতকাল বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার আগে ১৩.২ ওভারে বিনা উইকেটে ২৮ রান করেছিল অস্ট্রেলিয়া। আজ সকালে স্কোরবোর্ডে আর ৩ রান যোগ হতেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের ১৭তম ওভারে বুমরার দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন উসমান খাজা (২১ রান)।
পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে (৯) ফেরান বুমরা। ৩৮ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া তৃতীয় উইকেট হারায় ৭৫ রানে। এবার নীতিশ রেড্ডির বলে কোহলির হাতে ক্যাচ দেন মার্নাশ লাবুশেন (১২)। এরপর স্মিথকে নিয়ে লম্বা সময় পাড়ি দেন হেড।
- বিষয় :
- ভারত
- অস্ট্রেলিয়া
- ট্রাভিস হেড
- জাসপ্রিত বুমরাহ