ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অবসরে যাচ্ছেন বেনজেমা!

অবসরে যাচ্ছেন বেনজেমা!

সাবেক ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ২০:০৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ২০:০৪

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের সাবেক স্ট্রাইকার করিম বেনজেমা অবসর নেওয়ার কথা ভাবছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি মৌসুম শেষেই বুট জোড়া তুলে রাখতে পারেন তিনি। 

রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। প্রথম মৌসুমে পর্তুগিজ কোচ নুনো স্পেরিতো সান্তোসের অধীনে ভালো করেননি তিনি। তবে চলতি মৌসুমে নতুন কোচের অধীনে বেশ ভালো খেলছেন এই ব্যালন ডি’অর জয়ী তারকা। 

আল ইত্তিহাদও লিগ টেবিলে আল হিলালকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে। তার সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত। তবে সংবাদ মাধ্যম রেলেভো দাবি করেছে, চলতি মৌসুম শেষেই অবসর নিতে পারেন ফ্রান্সের হয়ে রাশিয়ার পর কাতার বিশ্বকাপ মিস করা বেনজেমা। 

প্রতিবেদন অনুযায়ী, আল ইত্তিহাদ চায় বেনজেমা তার চুক্তির মেয়াদ শেষ করুক। কিন্তু তিনি যদি এক মৌসুম আগেই অবসর নেন তাতে আপত্তি করবে না ক্লাবটি। কারণ প্রতি মৌসুমে বেনজেমার বেতন ১০০ মিলিয়ন ইউরো। বেনজেমা অবসর নেওয়া মানে বেতনের এই বোঝা থেকে ক্লাবের মুক্তি। 

আরও পড়ুন

×