সাজঘর থেকে ফিরে দুর্দান্ত ইনিংস, যা বললেন জাকের

৭২ রানের ইনিংস খেলার পথে জাকের আলী। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪ | ১১:২৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাকের আলী। তার ৪১ বলের ইনিংস সাজানো ছিল ছয়টি ছক্কা ও চারটি চারের শটে। অথচ আউট মেনে নিয়ে সাজঘরে চলে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তখন তার নামের পাশে ১৯ বলে মাত্র ১৮ রান।
ঘটনা বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলের। স্ট্রাইক প্রান্তে ছিলেন জাকের। তিনি রান নেওয়ার জন্য দৌড় দেন। কিন্তু সাড়া দেননি অন্য প্রান্তের ব্যাটার শামীম পাটোয়ারি। দুই ব্যাটার এক প্রান্তে গিয়ে হাজির হন। শামীম ক্রিজ না ছাড়ায় নিজেকে আউট ধরে নেন জাকের। মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে।
কিন্তু তৃতীয় আম্পায়ার রিপ্লেতে দেখেন যে, শামীম রান নেওয়ার জন্য না দৌড়ালেও আসলে তিনি ক্রিজে ছিলেন না। ক্রিজের বাইরে পা ছিল তার। ব্যাট ক্রিজের মধ্যে থাকলেও তা ছিল শূন্যে। অন্য দিকে জাকের দৌড়ে ক্রিজ অতিক্রম করেন। যে কারণে রান আউটে কাটা পড়েন শামীম।
ক্রিজে ফিরে জাকের দুর্দান্ত ওই ইনিংস খেলেন। ম্যাচ সেরার পুরস্কার জিতে আম্পায়ারকে ধন্যবাদও দেন তিনি, ‘ওটা বাজে একটা ঘটনা ছিল। আম্পায়ার আমাকে ডেকে আনেন, ভাগ্যক্রমে আমি রানও পেয়েছি। যে কারণে আমি খুশি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো ব্যাটিং করেছেন জাকের আলী। তার ব্যাটে ভর করে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। ওয়াানডে না জিতলেও দারুণ দুইটা ইনিংস তার ব্যাট থেকে এসেছে। টি-২০তেও রান পেলেন। বিষয়টি নিয়ে জাকের বলেন, ‘আমার জন্য দারুণ একটা সফর গেল। আজকের উইকেট ভালো ছিল। আজ আমি সময় নিয়ে খেলতে চেয়েছিলাম। জানতাম, ক্রিজে থাকতে পারলে ম্যাচ গভীরে নেওয়া সম্ভব।’
- বিষয় :
- জাকের আলী
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ