ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রুটকে ফিরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের

রুটকে ফিরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের

তিন ফরম্যাটে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ও অভিজ্ঞ ক্রিকেটার জো রুট (বামে)। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৭:২৮

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের দলে ছিলেন জো রুট। বিশ্বকাপে দলের ভরাডুবির পর সাদা বলের ক্রিকেটের বাইরে ছিলেন ইংলিশ ব্যাটার। যা এক বছর পেরিয়ে গেছে। এরই মধ্যে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটের কোচ ব্রেন্ডন ম্যাককুলাম দলটির সাদা ও লাল বলের কোচ হয়েছেন। নতুন দায়িত্ব নিয়েই সাদা বলের ক্রিকেটে ফিরিয়েছেন কিংবদন্তি জো রুটকে। 

চলতি বছর টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন জো রুট। টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার তিনি। বছরে করেছেন ১৫৫৬ টেস্ট রান। এমন একজনকে ওয়ানডে দলের বাইরে রাখতে চাননি ম্যাককুলাম। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের দলেও আছেন রুট।

ওয়ানডেতে জো রুটের সঙ্গে বেন স্টোকসকেও ফেরাতে চেয়েছিলেন ম্যাককুলাম। কিন্তু ইনজুরিতে থাকায় তার ফেরা হলো না। ম্যাককুলামের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের ৮ জনই টেস্ট দলের ক্রিকেটার। মার্ক উড, জোফরা আর্চার, গাস আটকিনসন পেস বোলিং আক্রমণে আছেন। ব্রাইডন কার্স, শাকিব মাহমুদ ও জেমি ওভারটনরা জায়গা পেয়েছেন। 

পেস অলরাউন্ডার স্যাম কারেনের দলে জায়গা হয়নি। ফিল সল্ট ও বেন ডাকেটকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হয়েছে। টপ অর্ডার ব্যাটার উইল জ্যাক বাদ পড়েছেন। টেস্টে উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ দারুণ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন। তাকে গ্লাভস হাতেও দেখা যেতে পারে। অধিনায়ক জস বাটলার ছেড়ে দিতে পারেন উইকেটরক্ষকের দায়িত্ব। ইংল্যান্ড ২২ জানুয়ারি থেকে ভারতে টি-২০ সিরিজ শুরু করবে। ১৭ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে দল ছাড়বে। একসঙ্গে ওই টি-২০ সিরিজ, ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

ভারতে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মার্ক উড, শাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বাথহেল, গাস আটকিনসন, জোফরা আর্চার, জো রুট।

টি-২০ দল: জস বাটলার, ফিল সল্ট, মার্ক উড, শাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বাথহেল, গাস আটকিনসন, জোফরা আর্চার, রেহান আহমেদ। 

আরও পড়ুন

×