ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দোষের ভাগ নিয়ে গার্দিওলা-হালান্ডের ‘কাড়াকাড়ি’ 

দোষের ভাগ নিয়ে গার্দিওলা-হালান্ডের ‘কাড়াকাড়ি’ 

পেপ গার্দিওলা ও আর্লিং হালান্ড।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ২১:০৭

ম্যানচেস্টার সিটির বাজে সময় চলছেই। সর্বশেষ অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে দোষ নিজের কাঁধে নিয়েছেন দলটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, তিনি ভালো না খেলায় দলের খারাপ সময় চলছে। 

তবে হালান্ডের সঙ্গে একমত নন গার্দিওলা। স্প্যানিশ কোচের মতে, এখানে হালান্ডের কোন দায় নেই। কোচ হিসেবে দায় তার ওপরই বর্তায়। সাবেক বার্সা ও বায়ার্ন কোচ মনে করেন, হালান্ড না থাকলে ম্যানসিটির অবস্থা আরো খারাপ হতো। 

ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘অবশ্যই হতাশার। আমাদের যথেষ্ট ভালো হচ্ছে না। সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমার আগে নিজের দিকে তাকানো উচিত। আমি খুব একটা ভালো করছি না। সুযোগগুলো গোলে পরিণত করতে পারছি না। আমাকে আরও ভালো হতে হবে।’ 

জবাবে গার্দিওলা বলেছেন, ‘আমি তার সঙ্গে একমত নই। তাকে ছাড়া আমাদের অবস্থা আরও খারাপ হতো। সুযোগ একটা হলেই তা কাজে লাগাতে হবে। তাকে কেবল চেষ্টা করতে হবে সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে সেরা শটটা নেওয়ার। আমাদের দুটো পথই খোলা আছে। আমার মতো করে বিচার করা অথবা দায় আমার কাঁধে নেওয়া।’ 

আরও পড়ুন

×