ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিপিএল মিউজিক ফেস্টে কতক্ষণ গাইবেন রাহাত ফতেহ আলী

বিপিএল মিউজিক ফেস্টে কতক্ষণ গাইবেন রাহাত ফতেহ আলী

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১১:৫৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিশাল মহাযজ্ঞ চলছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হবে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। বর্ণিল এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল। সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, অ্যাভোয়েড রাফাসহ অনেকেই।

শুধু তাই নয়, মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নানকে। ঢাকায় সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। শুধু গানই নয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়াও উপদেষ্টা হাসান আরিফের জন্যও জানানো হবে শোক।

বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ স্বাভাবিকভাবেই রাহাত ফতেহ আলী। বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। তার ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে। এর আগে গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও ব্যান্ড দল মাইলস।

খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাভোয়েড রাফাকে দিয়ে শুরু হবে গানের অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে পাঁচটা পর্যন্ত মঞ্চ মাতাবেন তিনি। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।

পরের ২০মিনিট মঞ্চে থাকবেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের শোক পালন করবেন। ৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। ১৮০ মিনিট ধরে মঞ্চে গান গাইবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার এক সপ্তাহ আগেই মিউজিক ফেস্ট দিয়ে বিপিএলের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। বিসিবির এই আয়োজন ঘিরে নতুন রূপে সেজেছে হোম অব ক্রিকেটও।

মিরপুরের পর চট্টগ্রাম ও সিলেটেও আয়োজন করা হবে মিউজিক ফেস্ট। তবে রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্স থাকবে একমাত্র মিরপুর মঞ্চেই, যা এই আয়োজনকে করেছে আরও বিশেষ। এই উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে মধুমতি ব্যাংক। প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। দর্শকদের কথা মাথায় রেখে এবার টিকিটের দাম করা হয়েছে আরও সাশ্রয়ী। প্লাটিনাম টিকিট ৮,০০০ টাকা, গোল্ড ৬,০০০ টাকা, সিলভার ৪,০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১,৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা।

মিউজিক ফেস্ট ছাড়াও এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এ ছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে।

শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই-টিকিটের ব্যবস্থাও।

আরও পড়ুন

×