ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোহলিকে দমিয়ে, বুমরাহকে সামলে বক্সিং ডে’তে অজিদের দাপট 

কোহলিকে দমিয়ে, বুমরাহকে সামলে বক্সিং ডে’তে অজিদের দাপট 

বক্সিং ডে টেস্টের ১০ম ওভারে কনসটাসকে ধাক্কা দিয়ে বিতণ্ডায় জড়ান কোহলি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৯

বক্সিং ডে টেস্টে ভক্তদের দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার চার টপ অর্ডার ব্যাটার। স্যাম কনসটাসকে ধাক্কা দিয়ে ঝামেলা বাধানোর চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। তরুণ কনসটাস ও অভিজ্ঞ উসমান খাজা, স্টিভ স্মিথরা তাকে স্তব্ধ করে দিয়েছেন। সিরিজ জুড়ে দুর্দান্ত বোলিং করা বুহরাহকে উইকেট দিলেও তাকে বেশ ভালোই সামলেছেন ব্যাটাররা। সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের প্রথমদিন শেষে ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান করেছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতে ৮৯ রান যোগ করে। অভিষিক্ত ১৯ বছরের ওপেনার স্যাম কনসটাস ৬৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কার শটে ৬০ রান করেন। ইনিংসের ১০ম ওভারে কোহলি তাকে ইচ্ছাকৃত ধাক্কা দেন। প্রিয় ক্রিকেটার কোহলির ওমন আচরণের পর ঝাঁজ দেখিয়েছেন অজি তরুণ। ১১তম ওভারেই বুমরাহকে এক ওভারে অপ্রথাগত শটে দুটি চার ও একটি ছক্কা তোলেন।

পরে ফিফটি তুলে নেন ওপেনার উজমান খাজা, তিনে নামা মার্নাস লাবুশানে ও চারে নামা সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। এর মধ্যে ওপেনার খাজা ১২১ বলে ৫৭ রান যোগ করেন। মার্নাস লাবুশানে খেলেন ১৪৫ বলে ৭২ রানের ইনিংস। তারা দু’জন প্রথমে ৬৭ রানের জুটি দেন। পরে স্মিথের সঙ্গে ৮৭ রানের জুটি হয় লাবুশানের।

স্মিথ ১১১ বলে ৬৮ রান করে প্যাট কামিন্সকে নিয়ে দিন শেষ করেছেন। অধিনায়ক কামিন্স ৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা ট্রাভিস হেড। ইনজুরি কাটিয়ে ফেরা বাঁ-হাতি ব্যাটার শূন্য করে ফিরে যান। পরে মিশেল মার্শ ৪ ও অ্যালেক্স কেরি ৩১ রান করে আউট হন।

এক বিশেষজ্ঞ পেসার ও তিন অলরাউন্ডার নিয়ে খেলতে নামা ভারত বল হাতে তেমন সুবিধা করতে পারেননি। ইনজুরি প্রবল বুমরাহকে তাই দলের পক্ষে সর্বোচ্চ ২৭ ওভার বোলিং করতে হয়েছে। ৩ উইকেটও নেন তিনি। আকাশ দ্বীপ, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ এদিনও ছিলেন খরুচে। ১৫ ওভারে ৬৯ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি।

আরও পড়ুন

×