তিন সেঞ্চুরিতে রেকর্ড ৬শ’ ছোঁয়া রান জিম্বাবুয়ের!

সেঞ্চুরি উদযাপন জিম্বাবুয়ে ব্যাটার শন উইলিয়ামসের। ছবি: ক্রিকেট জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫৭
নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান করেছে জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮৬ রান করেছে ক্রেগ আরভিনের দল। সেঞ্চুরি করেছেন দলটির তিন ব্যাটার।
জিম্বাবুয়ের হয়ে অভিষেকে দারুণ ব্যাটিং করেন বেন কারেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন তার অন্য দুই ভাই স্যাম কারেন ও টম কারেন। বেন বাবার দেশকে বেছে নিয়ে ৭৪ বলে ১১ চারের শটে ৬৪ রানের ইনিংস খেলে। তিনে নামা কাইতানো ৪৬ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন।
জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। তিনি ১৭৪ বলে ১৫৪ রান যোগ করেন। ৩৮ বছর বয়সী এই ব্যাটার ক্যারিয়ারের ১৬তম টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ১০টি চার ও তিনটি ছক্কা মারেন।
পরে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক আরভিন। তিনি ১৭৬ বলে ১০টি চারের শটে ১০৪ রানের ইনিংস খেলেন। ব্রায়ান বেনেট ১১০ রানের হার না মানা ইনিংস খেলেন। জবাব দিতে নেমে আফগানিস্তান ১২.৩ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার আল্লাহ গজনফর। এছাড়া নাভিদ জাদরান, জিয়াউর রহমান ও জহির খান ২টি করে উইকেট নেন। আজমতুল্লাহ দখল করেন অন্য উইকেটটি। রশিদ খান এই টেস্টে খেলছেন না।
- বিষয় :
- জিম্বাবুয়ে ক্রিকেট